ঋষভ পন্থের পর এ বার টিম ইন্ডিয়াকে চিন্তায় ফেলে দিলেন জশপ্রীত বুমরাহ। শুক্রবার এমন একটি ছবি ভাইরাল হয়েছে, যা দেখে ঘুম উড়েছে সমর্থকদেরও। চলতি ম্যানচেস্টার টেস্টে পা ভেঙেছে ঋষভ পন্থের। মনের জোরে ব্যাট করতে নামলেও কিপিং করতে পারেননি তিনি। সেই ঘটনার রেশ না কাটতেই এ বার খোঁড়াতে দেখা গেল বিশ্বের এক নম্বর বোলার বুমরাহকেও।
শুক্রবার টেস্টের দ্বিতীয় দিনে মধ্যাহ্নভোজের বিরতির পর নতুন বলে মাত্র এক ওভার করেন বুমরাহ। তারপরই মাঠ থেকে বেরিয়ে যান তিনি। এরপর যখন সাজঘরের সিঁড়ি দিয়ে উঠছেন তখন পড়ে যেতে দেখা যায় তাঁকে। কোনও রকমে উঠলেও হাঁটতে গিয়ে খোঁড়াতে থাকেন তিনি। দেখে বোঝাই যাচ্ছিল রীতিমতো অস্বস্তিতে রয়েছেন।
এরপর চা পান বিরতির খানিকক্ষণ আগে মাঠে ফেরেন বুমরাহ। কিন্তু বল করতে পারেননি। টি ব্রেকের পর যখন তিনি পুনরায় বোলিং করতে যান ফের অস্বস্তিতে দেখা যায় তাঁকে। বলের গতি ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। এমনকী ধারাভাষ্যকাররাও তাঁর চোখমুখ দেখে বলেন, কিছু একটা সমস্যা অবশ্যই হচ্ছে। যদিও ঠিক কী কারনে বুমরাহর অস্বস্তি, তা জানা যায়নি এখনও। গোড়ালি নাকি পায়ের পাতা? আসলে ঠিক কোথায় সমস্যা হচ্ছিল তাঁর? এ দিকে শুধু বুমরাহ বা পন্থই নন। শুক্রবার হালকা চোট পেয়েছেন মহম্মদ সিরাজও। বেশ কিছুক্ষণ মাঠের বাইরে ছিলেন তিনিও। ফলে সব মিলিয়ে এই মুহূর্তে টিম ইন্ডিয়া শিবির যেন একটি মিনি হাসপাতাল। তারই ফায়দা তৃতীয় দিনে পুরোপুরি তুলেছেন ইংরেজ ব্যাটাররা। ভারতের ৩৫৮ রানের জবাবে নিয়েছেন বড় লিড। চাপ বাড়ছে ভারতীয় শিবিরে।