গত ৩ জুন আরসিবি’র প্রথম আইপিএল জয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে এক মর্মান্তিক ঘটনা ঘটেছিল বেঙ্গালুরুতে। চিন্নাস্বামী স্টেডিয়ামে বিরাট কোহলিদের বিজয়োৎসবে শামিল হতে গিয়ে পদপিষ্ট হন একাধিক মানুষ। যার মধ্যে প্রাণ যায় ১১ জনের। সেই ঘটনার প্রেক্ষিতে এবার এক চাঞ্চল্যকর রিপোর্ট দিল বিচারবিভাগীয় কমিশন। তারা জানিয়েছে, চিন্নাস্বামীতে কোনও বড় মাপের প্রতিযোগিতার আয়োজন করা সম্ভব নয়।
পদপিষ্টকাণ্ডের পর থেকেই কর্ণাটক সরকার এবং রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন একে অপরের ঘাড়ে দায় চাপাতে মরিয়া। এই পরিস্থিতিতে বিচারপতি জন মাইকেল ডি’কুনহা কমিশনের তরফে জানানো হল, বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে কোনও আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট বা ইভেন্ট আয়োজন করা সম্ভব নয়। কারণ মাঠটি আদতেই সুরক্ষিত নয়।
কমিশন জানিয়েছে, স্টেডিয়ামটির ডিজাইন এবং পরিকাঠামো মোটেই বড় প্রতিযোগিতা আয়োজনের জন্য অনুকূল নয়। কারণ, এই পরিকাঠামোয় বিশাল সংখ্যক দর্শক সামলানো সম্ভব নয়। আরও বলা হয়েছে, এর পরেও যদি এই মাঠে বড় কোনও ম্যাচ আয়োজন করা হয়, তা হলে তা হবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ দিকে আর কদিন বাদেই দেশের মাটিতে শুরু হতে চলেছে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ। চিন্নাস্বামীতেই সেটির উদ্বোধন। এ ছাড়া একটি সেমিফাইনালও হওয়ার কথা।
বিচারবিভাগীয় কমিশনের রিপোর্টের পর বিশ্বকাপের ম্যাচগুলি আদৌও এখানে হবে কি না, দেখা দিয়েছে সেই প্রশ্নও। এ ছাড়া আগামী বছরের আইপিএলের বিষয়টিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যেহেতু এই বছর চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাই নিয়মানুসারে আগামী বছর আইপিএলের উদ্বোধনী ম্যাচ এবং ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা বেঙ্গালুরুতেই। উক্ত রিপোর্টের পর সে গুড়েও দেখা দিচ্ছে বালি। সব মিলিয়ে বেশ চাপে কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন।