আর চিন্তা নেই এবার আপনার অসুস্থতায় আপনাকে দ্রুত হাসপাতালে বা চিকিৎসকের কাছে পৌঁছে দিতে মাত্র ১০ মিনিটে হাজির হবে অ্যাম্বুলেন্স। মাত্র ১০ মিনিটে এই অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে এল ব্লিঙ্কিট। দ্রুত পরিষেবা দেওয়ার জন্য পরিচিত ব্লিঙ্কিট গুরুগ্রামে শুরু করেছে তাদের ১০ মিনিটে অ্যাম্বুলেন্স পৌঁছনোর এই উদ্যোগ।
ব্লিঙ্কিটের তরফে জানানো হয়েছে, চলতি বছরের জানুয়ারিতে মাত্র ৫টি অ্যাম্বুলেন্স দিয়ে শুরু হওয়া তাদের এই পরিষেবা এখন ১২টি অ্যাম্বুলেন্সে পৌঁছেছে। একই সঙ্গে ব্লিঙ্কিট একটি নিজস্ব প্যারামেডিক প্রশিক্ষণ কর্মসূচি চালু করছে, যাতে জরুরি মুহূর্তে শুধু চিকিৎসা নয়, সহানুভূতিশীল পরিষেবাও মিলতে পারে।
ব্লিঙ্কিট-এর মূল সংস্থা ইটারনাল-এর সিইও দীপিন্দর গোয়েল লিঙ্কউইনে জানান, “আমরা দেখেছি! দক্ষ ও সংবেদনশীল প্যারামেডিক পাওয়া কতটা কঠিন। তাই আমরা নিজেরাই একটি প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করছি, যাতে দেশের জরুরি চিকিৎসা পরিষেবার মান আরও উন্নত হয়।”ব্লিঙ্কিট-এর তথ্য বলছে, এখনও পর্যন্ত মোট ৫৯৪টি কল এসেছে, যার মধ্যে ৫০ শতাংশের অবস্থা ছিল সংকটজনক। ব্লিঙ্কিট-এর এই উদ্যোগ দেশের জরুরি চিকিৎসা পরিকাঠামোয় এক নতুন দৃষ্টান্ত হয়ে উঠতে চলেছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
Leave a comment
Leave a comment