সমর্থকদের জন্য দুঃসংবাদ। আমেরিকার মেজর লিগ সকারে নির্বাসিত লিওনেল মেসি। সেই সঙ্গে নিষেধাজ্ঞার কবলে পড়েছেন ইন্টার মায়ামির আরও এক তারকা ফুটবলার জর্দি আলবা। কার্যত নিয়ম ভাঙার অভিযোগে এই দুই তারকাকে নির্বাসিত করেছে এমএলএস কর্তৃপক্ষ। তবে এই নির্বাসন কেবলমাত্র এক ম্যাচের। ফলে সিনসিনাটির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামা হবে না দুই তারকার।
কিন্তু কী এমন অপরাধ করেছেন দুই ফুটবলার? কী নিয়ম ভেঙেছেন তাঁরা? জানা গিয়েছে, বুধবার এমএলএস অল স্টারের হয়ে মেক্সিকো লিগা এমএক্স অলস্টারের বিরুদ্ধে না খেলার কারণেই এক ম্যাচের জন্য নির্বাসিত করা হয়েছে মেসি এবং আলবাকে। টেক্সাসে এই দুই দলের মধ্যে ম্যাচটি কার্যত ছিল একটি প্রীতি ম্যাচ। যা ৩-১ ব্যবধানে জেতে এমএলএস অল স্টার। কিন্তু আমন্ত্রণ জানানো সত্ত্বেও এই ম্যাচে অংশ নেননি মেসি এবং আলবা।
এ দিকে এই ম্যাচে এমএক্স অলস্টারের হয়ে নেমেছিলেন সার্জিও র্যামোসের মতো তারকা। অথচ এল এম টেন খেলেননি। খেলেননি জর্দি আলবাও। এরপরই এমএলএসএসে’র পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, লিগের নিয়ম অনুসারে, যাঁরা যাঁরা অলস্টার ম্যাচে আগে থেকে না জানিয়ে অংশ নেননি, তাঁরা লিগে পরের ম্যাচও খেলতে পারবেন না। অর্থাৎ কর্তৃপক্ষ সরাসরি নাম না করলেও নিশানাটা মেসি এবং আলবার দিকে।
মেসি আর আমেরিকার লিগে খেলতে চান না। সম্প্রতি শোনা গিয়েছিল এমনটাই। এ বিষয়ে রহস্য বাড়িয়েছেন বার্সেলোনায় মেসির এক সময়ের সতীর্থ সেস ফ্যাব্রেগাস। সম্প্রতি তাঁর বাড়িতে দেখা গিয়েছিল লিওকে। ফলে মনে করা হচ্ছিল হয়তো এ বার তিনি ইন্টার মায়ামি ছেড়ে যোগ দিতে পারেন ইতালির ক্লাব কোমোতে। সেই দলের ম্যানেজার ফ্র্যাব্রেগাস। ইন্টার মায়ামির অন্যতম মালিক জর্জে মাস জানিয়েছেন, এই ঘটনায় ভেঙে পড়েছেন মেসি এবং আলবা।