ভালোবাসায় আছি, বিয়েতে নেই। এখন এই মতে অনেকেই বিশ্বাসী। বর্তমানে প্রজন্মের অনেকেই মনে করেন বিয়ে মানেই তো দায়িত্ব, সমঝোতা। তার চাপ না নেওয়াই ভালো। প্রেম করব, ঘুরে বেড়াব। আবার মনে হলে সম্পর্কে ইতি টানব। আবার অনেকেই আছেন জীবন সঙ্গীতে বিশ্বাসী। বিয়ে-সংসারে বিশ্বাসী। তাঁরা মনের মানুষটিকে আগেভাগে বুঝে নিতে চান জীবন শুরু করার আগে। তাই ঢুঁ দেন ডেটিং অ্যাপে। কিন্তু ডেটিং অ্যাপে কথা বললেই যে আপনি সামনের মানুষটিকে বুঝতে পারবেন, তা কিন্তু নয়। আবার ভুল সঙ্গীর ফাঁদেও পড়তে পারেন। এই রকম নানান সমস্যার সমাধানে এগিয়ে এসেছে টি ডেটিং অ্যাপ।
মহিলাদের কথা মাথায় রেখে তৈরি এই ডেটিং অ্যাপ মহিলাদের এক ভার্চুয়াল ‘চায়ের আড্ডা’র সুযোগ করে দেবে। টি নেটওয়ার্কের মধ্যে ঢুকে পড়তে পারলেই সেখানে খুঁজে পাবেন আপনার মতোই আরও সদস্যা। যাঁদের সঙ্গে পুরুষদের স্বভাব, আচরণ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করতে পারবেন। আপনার সঙ্গে আলাপ হওয়া পুরুষটি কেমন, তা জানাতে পারবেন অন্যকে। তিনি আসলে কতটা ভালো বা মন্দ তাও জানিয়ে দিতে পারবেন চায়ের সঙ্গিনীকে। ফলে সতর্ক হতে পারবেন অন্যান্য মহিলাও।
এই অ্যাপে পুরুষদের নিয়ে রিভিউ এবং রেটিং দেওয়ার অপশনও পাবেন মহিলারা। ফলে নতুন ইউজাররা সেই বুঝে কার সঙ্গী হবেন, আর কার থেকে দূরে থাকবেন, তা অনায়াসেই বুঝে নিতে পারবেন। তবে এই অ্যাপ নিয়ে কিন্তু অভিযোগের শেষ নেই পুরুষদের।
এই অ্যাপ কিন্তু ইতিমধ্যে মার্কিন মুলুকে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে। ভারতীয়রাও অ্যাপটি ব্যবহার করতে পারেন। যদিও সেখানে পুরুষদের নিয়ে রিভিউ সংখ্যা তুলনামূলক কম।