দক্ষিণ-পূর্ব ইরানের একটি আদালত ভবনে জঙ্গি হানায় মৃত্যু হল ৫ সাধারণ নাগরিকের। শনিবার সিস্তান- বালোচিস্তান প্রদেশের রাজধানী জাহেদানে এই হামলার ঘটনা ঘটে।এই হামলায় আহত হয়েছেন ১৩ জন। পরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে ৩ বন্দুকবাজ হামলাকারীও। ইরানের বিচার বিভাগের মুখপত্র মিজান অনলাইনে জানানো হয় যে, অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা জাহেদানের বিচার বিভাগীয় কেন্দ্রে হামলা চালিয়েছে।
যে এলাকায় এই হামলা হয়েছে সেটি তেহেরান থেকে প্রায় ১২০০ কিলোমিটার দূরে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ১৩ জন আহত হলেও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ইরানের বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্যে জানা গেছে, এই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে পাকিস্তানের বালোচিস্তানের সশস্ত্র জৈশ আল-আদল গোষ্ঠী। ছদ্মবেশে প্রবেশ করে ভেতরে গ্রেনেড ছোড়ে হামলাকারীরা। এই গোষ্ঠী ইরানেও সক্রিয় এবং এর আগেও সন্ত্রাসবাদী হামলা চালিয়েছে। গত অক্টোবরেই ওই এলাকায় একটি হামলায় মৃত্যু হয়েছিল ১০ পুলিস আধিকারিকের।
কিন্তু কেন এই হামলা? তথ্য বলছে, জাহেদান শহরটি পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন অঞ্চলে অবস্থিত। প্রায়ই এই এলাকা ইরানের নিরাপত্তা বাহিনী ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর এবং বালোচ বিদ্রোহী, ও মাদক চোরাচালানকারীদের মধ্যে সংঘর্ষের কেন্দ্র হয়ে ওঠে। ওই গোষ্ঠীগুলোর বিভিন্ন অধিকার আদায় ও স্বায়ত্তশাসনের জন্য লড়াইয়ের জেরেই এই হামলার ঘটনা ঘটে।
Leave a comment
Leave a comment