দেশের বর্তমান মূল্যবৃদ্ধির হার অনেকটাই কম থাকায় সাধারণ মানুষ থেকে বিশেষজ্ঞ, মনে করেছিলেন ফের কিছুটা কমবে আরবিআইয়ের রেপো রেট। ফলে, কমবে সুদের হারও। কিন্তু আম জনতার সেই আশায় জল ঢেলে দিল রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের বক্তব্য। আগস্টেই ঘোষণা হওয়ার কথা রিজার্ভ ব্যাঙ্কের ঋণ নীতি। আর তার আগেই আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়ে দিলেন, দেশের বর্তমান মূল্যবৃদ্ধির হার ২.১ শতাংশ, যা গত ৬ বছরে সবচেয়ে কম। এই মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের মধ্যে থাকলেও আগামীতে কেমন থাকে সেদিকেই তাকিয়ে রয়েছে আরবিআই। আর দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক সেদিকটি হিসাবে করেই সিদ্ধান্ত নেবে তারা সুদের হার কমাবে কি না।
আসলে যেভাবে খুচরো বাজারে জিনিসপত্র অগ্নিমূল্য, তাতে বিশেষজ্ঞমহল মনে করছে, খাতায় কলমে দেশের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে থাকলেও বাস্তবে তো সাধারণ মানুষের অবস্থা তথৈবচ। আর সেই কারণেই রিজার্ভ ব্যাঙ্ক এখনই রেপো রেট কমানোর কথা ভাবছে না। তবে কিছুটা আসার আলো দেখিয়েছেন আরবিআই গভর্নর। তিনি বলেছেন, দেশের আর্থিক বৃদ্ধিকে আরও ত্বরান্বিত করতে কেন্দ্রীয় ব্যাঙ্ক যথাসম্ভব চেষ্টা করছে। সাধারণ মানুষ থেকে শুরু করে বাণিজ্যমহলরের স্বার্থে আরবিআই সদা তৎপর।
Leave a comment
Leave a comment