হিন্দি ছবি ‘সো লং ভ্যালি’-র প্রযোজক করণ সিংয়ের বিরুদ্ধে ২৩ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে বলে শনিবার মুম্বই পুলিশ সূত্রে জানা গেছে। ওশিওয়ারা থানায় বৃহস্পতিবার এই অভিযোগ দায়ের করা হয়, প্রতারণা ও বিশ্বাসভঙ্গ সংক্রান্ত ধারায় মামলা রুজু হয়েছে। অভিনেত্রী রুচি গুজ্জরকে ঠকানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিনেত্রী ও মডেল রুচি গুজ্জরের দাবি, করণ সিং তাঁকে একটি টেলিভিশন প্রজেক্টে লঞ্চ করার প্রতিশ্রুতি দিয়ে তাঁর থেকে ২৩ লক্ষ টাকা নেন। পাশাপাশি, লাভ ভাগাভাগি এবং পর্দায় ক্রেডিট দেওয়ার আশ্বাসও দেন। কিন্তু সেই প্রজেক্ট কখনওই বাস্তবায়িত হয়নি।
ঘটনার নাটকীয় মোড় নেয় শুক্রবার রাতে অন্ধেরি ওয়েস্টে ছবির প্রিমিয়ার অনুষ্ঠানে। একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, রুচি গুজ্জর প্রকাশ্যে করণ সিংয়ের ওপর চড়াও হয়ে তাঁকে মারধর করছেন। এমনকী জুতোপেটা করতেও দেখা যায় তাঁকে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে এবং সংশ্লিষ্ট ভিডিও ফুটেজ ও নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। ওশিওয়ারা থানার এক আধিকারিক জানিয়েছেন, মডেল ও অভিনেত্রী রুচি গুজ্জরের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার করণ সিংয়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগকারিণীর দাবি, একটি টেলিভিশন চ্যানেলের জন্য সিনেমার কাজ শুরু করার নামে করণ সিং তাঁর কাছ থেকে বিপুল অর্থ নিয়েছিলেন। সেই সঙ্গে তিনি লাভের অংশ এবং সিনেমায় রুচির নাম উল্লেখ করে ক্রেডিট দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। এক তদন্তকারী আধিকারিক বলেন, ‘অভিযোগকারিণীর বক্তব্য, সেই প্রজেক্ট কখনওই বাস্তবায়িত হয়নি এবং করণ সিং টাকাও ফেরত দেননি’।
তবে কেবল আর্থিক প্রতারণাই নয়, রুচি গুজ্জরের আইনজীবী জানিয়েছেন, অভিনেত্রীকে শারীরিকভাবে হেনস্তা করার অভিযোগে করণ সিংয়ের বিরুদ্ধে অম্বোলি থানাতেও একটি পৃথক এফআইআর দায়ের করা হবে। ‘সো লং ভ্যালি’ একটি হিন্দি ভাষার ক্রাইম থ্রিলার ছবি। সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ত্রিধা চৌধুরী এবং বিক্রম কোছর। সেই ছবির প্রিমিয়ারেই এমন কাণ্ড বেশ শোরগোল ফেলে দিয়েছে নেট দুনিয়ায়। পরিস্থিতি কোন দিকে যায়, সময় বলবে।