শেখ হাসিনা তো পালাতে বাধ্য হয়েছেন, ঝাড়েবংশে আওয়ামী লীগকে বাংলাদেশ ছাড়া করার সমস্ত পথ তৈরি করেছে ইউনূস প্রশাসন – তবুও ভয় যাচ্ছে না রাজনৈতিক দলগুলোর। দাবি উঠেছে, জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করে ভোট হলে রূপ পরিবর্তন করে ফিরে আসবে শেখ হাসিনার আওয়ামী লীগ – এমনটা জানিয়েছে গণ অধিকার পরিষদ। এই খবর প্রকাশ করেছে বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো।
রিপোর্ট অনুযায়ী সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে দলের আয়-ব্যয়ের হিসাব বিবরণী জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন একথা জানান। তাঁর দাবি, এটা নিশ্চিত করতে হবে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগের কোনও সহযোগীও অংশ নিতে পারবে না।
বাংলাদেশে এই মুহূর্তে রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি রয়েছে আওয়ামী লীগের। ফলে কেউ আওয়ামী লীগের সমর্থনে পথে নামলেই গ্রেপ্তার হবেন। তবে নিষেধাজ্ঞা জারি হলেও আওয়ামী লীগের নেতারা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি না সে নিয়েও প্রশ্ন তোলে গণ অধিকার পরিষদ। তাদের দাবি, এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দীন তাঁদের আশ্বস্ত করেছেন যে, আওয়ামী লীগের পদে থাকা কেউ স্বতন্ত্রভাবেও নির্বাচনে অংশ নিতে পারবেন না।
তবে এতেও আওয়ামী লীগের অন্যভাবে ফিরে আসার ভয় যাচ্ছে না বাংলাদেশের রাজনৈতিক মহলে। আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টি ও ১৪ দলের নিবন্ধনও হাসিনার দলের মতো স্থগিত হোক এমনটাই চাইছে তারা। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদের দোসর দলগুলোর রাজনৈতিক অপ-তৎপরতা নিষিদ্ধ করার দাবি আগেই জানিয়েছিল ছাত্র অধিকার পরিষদ। একই সঙ্গে আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণ নিষিদ্ধ করতে হবে বলে দাবি জানানো হয়েছে।