থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি জনপ্রিয় কাঁচা বাজারে সোমবার ঘটে গেল ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা।স্থানীয় পুলিশের তথ্যানুযায়ী এক অজ্ঞাতপরিচয় বন্দুকবাজ পর পর গুলি করে পাঁচজনকে হত্যা করে। জানা গেছে এর মধ্যে ৪ জনই নিরাপত্তারক্ষী। মৃত্যু হয়েছে এক মহিলারও। হত্যাকাণ্ডের পর ওই বন্দুকধারী নিজেই আত্মঘাতী হন।
দিনেদুপুরে এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে ব্যাংককের জনপ্রিয় চাতুচাক মার্কেটের কাছেই ওর তর কোর মার্কেটে।প্রতি সপ্তাহে প্রচুর পর্যটক ভিড় জমান এই এলাকায়। বাজার এলাকায় লাগানো সি সি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, একের পর এক গুলির শব্দ শোনা মাত্র মানুষজন আতঙ্কে ছুটে পালাচ্ছেন। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করে নি জাজবাত টোয়েন্টি ফোর বাংলা। এক বন্দুকধারী হাতে পিস্তল নিয়ে বাজারে ঢোকার জায়গা থেকে পার্কিং এলাকার দিকে দৌড়ে যাচ্ছেন এমন ছবিও মিলেছে সেই ক্যামেরায়।
থাইল্যান্ড-কাম্বোডিয়া সীমান্ত সংঘর্ষের মধ্যেই এমন হত্যাকাণ্ডে তৈরি হয়েছে জল্পনা। যদিও অস্ত্র নিয়ন্ত্রণ আইন যথেষ্ট শিথিল হওয়ায় থাইল্যান্ডে মাঝে মধ্যেই এই ধরনের বন্দুকবাজের হামলার ঘটনা ঘটে থাকে। তুলনামূলকভাবে সহজেই আগ্নেয়াস্ত্র সংগ্রহ করা যায় এই দেশে। যদিও পুলিশের ধারণা এই হামলার পেছনে কোনও ব্যক্তিগত রাগ, ক্রোধ ও প্রতিশোধ স্পৃহা থাকতে পারে।
তবে সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী ব্যাংককের ব্যাং সু জেলার ডেপুটি পুলিশ প্রধান ওরাপাত সুকথাই এই ঘটনাকে একটি গণহত্যা বলে উল্লেখ করেছেন।হামলার পর আত্মহত্যা করা ওই আততায়ীর পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
Leave a comment
Leave a comment