‘‘আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর
আমি এই বাংলার মায়া ভরা পথে, হেঁটেছি এতটা দূর’’।
ঠিক এই সুরের পথ ধরেই সোমবার রবিঠাকুরের পুণ্যভূমি বোলপুরে ‘ভাষা আন্দোলন’-এর পদযাত্রায় শামিল হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলা ভাষার “সম্মান” রক্ষায় ও “ভাষা সন্ত্রাস” বন্ধের দাবিতে মমতার এই পদযাত্রা। “এই ভাষা আন্দোলন ততক্ষণ জারি থাকবে যতক্ষণ না বাংলা-বিদ্বেষ সম্পূর্ণ বন্ধ হচ্ছে, বাঙালি-হেনস্তা বন্ধ হচ্ছে” দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। মিছিল শেষে ” বাংলা ভাষার সম্মান, বাংলার সম্মান ” একথা স্মরণ করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “ভাষা বিরোধী, জাতি বিরোধী, বাংলা বিদ্বেষীদের কাছে বাংলার মানুষ কখনও মাথা নত করবে না।” বিজেপি-শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষীদের উপর নির্যাতন, নিপীড়ন চলছে, বাংলায় কথা বললে, তাঁদের ” বাংলাদেশি ” বলা হচ্ছে এবং তাঁদের বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে বলে এদিন ফের দাবি করেন মুখ্যমন্ত্রী। মমতার মতে,
” আমাদের এই বাংলা সর্বধর্ম সমন্বয়ের, এই বাংলা শান্তি-ঐক্য ও সম্প্রীতির মেলবন্ধনে আবদ্ধ। এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভাষায় উজ্জীবিত। এই বাংলা নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়ের আদর্শে জাগ্রত। এই বাংলার প্রতি লাঞ্ছনা-বঞ্চনা, অত্যাচার, নিপীড়নের সঠিক জবাব গণতান্ত্রিক পথেই দেবে বাংলার মানুষ।” এদিনের ভাষা মিছিল থেকে আগামী দিনগুলিতে অ-গণতান্ত্রিক এবং জনবিরোধী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বাংলার লড়াই আরও জোরদার করার ডাক দেন মমতা।