চিনের উত্তরাঞ্চলে কয়েকদিন ধরেই চলছে ভারী বৃষ্টিপাত। আর সেই প্রবল বৃষ্টির জেরেই তৈরি হওয়া ভয়াবহ বন্যায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৩০ জনের। সোমবারের পর মঙ্গলবার আরও বৃষ্টিপাতের পূর্বাভাস মেলায় বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে দিয়েছে বেজিং কর্তৃপক্ষ।
বেজিংয়ের উত্তরের পার্বত্য অঞ্চলে মিয়ুন জেলায় এবং ইয়ানকিং জেলায় বৃষ্টি হয়েছে লাগামছাড়া।স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, মিয়ুনে সর্বোচ্চ ৫৪৩.৪ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।এই ভারী বর্ষণে ৩১টি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১৩৬টি গ্রাম অঞ্চলে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে।
বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ার ফলে জলমগ্ন এলাকার বাসিন্দারা বাইরের জগতের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। উদ্ধারকারী দল হেলিকপ্টার ব্যবহার করে আটকে পড়া লোকজনকে নিয়ে আসছে বলে জানা গেছে। প্রশাসনের তরফে সাধারণ মানুষকে দ্রুত গতির নদী ও জলপথ থেকে দূরে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। দুর্যোগ কবলিত এলাকাগুলিতে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
অন্যদিকে জলবন্দি হাইটেক শহর বেজিংও। সোমবার রাতে রাজধানী শহরজুড়ে সর্বোচ্চ স্তরের জরুরি বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা সক্রিয় করেছে প্রশাসন। নিখোঁজ ও আটকে পড়া মানুষকে উদ্ধারের জন্য সর্বাত্মক তৎপরতা চালাতে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। ৮০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে বেজিং কর্তৃপক্ষ।
Leave a comment
Leave a comment