সমাজবাদী পার্টির সাংসদ ডিম্পল যাদবকে নিয়ে অশালীন ও নারী-বিরোধী মন্তব্য! তারপরেই স্বঘোষিত মৌলানা ও অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি সাজিদ রশিদির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। সম্প্রতি এক টেলিভিশন চ্যানেলে বিতর্কে অংশ নিয়ে এই বিতর্কিত মন্তব্য করেন তিনি।
যিনি উত্তরপ্রদেশের মইনপুরী থেকে লোকসভার সাংসদ, সম্প্রতি দিল্লির একটি মসজিদে স্বামী অখিলেশ যাদব এবং সমাজবাদী পার্টির অন্যান্য নেতাদের সঙ্গে একটি বৈঠকে অংশ নেন। এই ঘটনাকে কেন্দ্র করেই সাজিদ রশিদি অভিযোগ করেন, ডিম্পল যাদব মসজিদে মাথা ঢেকে না গিয়ে “ইসলামের নিয়ম লঙ্ঘন করেছেন”। তিনি বলেন, “ডিম্পল যাদবের পিঠ খোলা ছিল, দেখুন তিনি কী অবস্থায় মসজিদে গিয়েছেন।” একইসঙ্গে তিনি দাবি করেন, সেখানে উপস্থিত অন্য এক মহিলা সাংসদ, ইকরা হাসান মাথা ঢেকে রেখেছিলেন।
সমাজবাদী পার্টির নেতা প্রবেশ যাদব এই মন্তব্যকে ‘নারীর সম্মানের প্রতি চূড়ান্ত অবমাননা’ বলে উল্লেখ করে লখনউতে সাজিদ রশিদির বিরুদ্ধে পুলিসে অভিযোগ দায়ের করেন। তাঁর বক্তব্য, “ এই মন্তব্য শুধু ডিম্পল যাদবের নয়, সমস্ত নারীর অপমান। এই ধরনের অশালীন মন্তব্য সমাজে সাম্প্রদায়িক বিভাজন ও অশান্তি তৈরি করতে পারে।”
এই অভিযোগের ভিত্তিতে লখনউ পুলিশ রশিদির বিরুদ্ধে নারীর মর্যাদাহানি, বিদ্বেষ ছড়ানো এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত, সহ ইচ্ছাকৃত অপমান করার অভিযোগে মামলা দায়ের করেছে। এদিকে সোমবার, বিজেপির একাধিক সাংসদ সংসদের বাইরে এই মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ দেখান। তাঁদের বক্তব্য, “একজন মহিলা সাংসদের প্রতি এমন অবমাননা আমরা সহ্য করব না।”
তবে ডিম্পল যাদব পাল্টা প্রশ্ন তোলেন বিজেপি সাংসদদের উদ্দেশ্যে, “যখন মণিপুরে নারীদের উপর নির্যাতনের ঘটনা ঘটছিল, তখন তো আপনাদের কেউ প্রতিবাদ করেননি। এখন কেন এত হঠাৎ প্রতিবাদ?” অপরদিকে, অখিলেশ যাদব এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি। স্ত্রী ডিম্পল যাদব এবং দলের অন্যান্য সাংসদদের সঙ্গে তিনি সংসদের বাদল অধিবেশনে অংশ নিচ্ছেন।