ভারত-ইংল্যান্ড সিরিজের উত্তাপ থেকে রক্ষা পেল না ওভাল-ও। পঞ্চম টেস্ট শুরুর দু’দিন আগেই বিতর্কে জড়িয়ে পড়লেন খোদ টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর। আর বিপক্ষের কোনও ক্রিকেটার কিংবা প্রাক্তনীর সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েননি তিনি। মঙ্গলবার গুরু গম্ভীরের সঙ্গে তুমুল বচসা হয়েছে ওভালের মাঠকর্মীদের। পরিস্থিতি এতটাই গুরুতর যে ভারতীয় দলের হেডস্যারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার করার হুমকি পর্যন্ত দিয়েছেন মাঠকর্মীরা।
জানা গিয়েছে, এ দিন সকালে প্রথম অনুশীলন করতে আসে ভারতীয় দল। কিন্তু মাঠের ব্যবস্থা দেখে একেবারেই খুশি হতে পারেননি কোচ গম্ভীর। তিনি এগিয়ে যান মাঠকর্মীদের সঙ্গে কথা বলতে। আর তারপর আচমকাই বদলে যায় পরিস্থিতি। হঠাৎ রেগে ওঠেন গম্ভীর। মাঠকর্মীদের দিকে আঙুল উঁচিয়ে তাঁকে বারবার বলতে শোনা যায় একটাই কথা।
গম্ভীর বারবার চিৎকার করে বলতে থাকেন, “আমদের কী করতে হবে সেটা আপনারা ঠিক করতে পারেন না।” হাওয়া এতটাই গরম হয়ে ওঠে যে দ্রুত ছুটে আসেন সীতাংশু কোটাকসহ টিম ইন্ডিয়ার বাকি সহকারী কোচেরা। তাঁরা কোনও মতে বুঝিয়ে সুঝিয়ে সেখান থেকে সরিয়ে নিয়ে যান গম্ভীরকে। তখনও উত্তেজিত ভঙ্গিতে তাঁকে চিৎকার করতে শোনা গিয়েছে, “আপনারা যা খুশি করে নিতে পারেন!”
এই ঘটনায় রীতিমত ক্ষুব্ধ ওভালের মাঠকর্মীরা। ভারতীয় কোচের বিরুদ্ধে তাঁরা অভিযোগ জানানোর হুমকি দিয়েছেন। এর আগে লর্ডসে এবং ম্যানচেস্টারে টেস্ট ম্যাচ চলাকালীন বারবার উত্তপ্ত হয়েছে পরিবেশ। গত দুই টেস্টে ইংরেজ ক্রিকেটারদের সঙ্গে বারকয়েক বচসায় জড়িয়েছেন শুভমন গিল, মহম্মদ সিরাজরা। তবে ম্যাচের আগে কোচ গম্ভীর মাঠকর্মীদের সঙ্গে কেন ঝামেলায় জড়ালেন তা এখনও জানা যায়নি স্পষ্ট করে।