আতিউল ইসলামের পরিচালনায় এবার জুটি বাঁধলেন মীর ও ঋত্বিকা সেন। মুক্তির অপেক্ষায় নতুন থ্রিলার ছবি ‘মহরত’। সম্প্রতি শহরে হয়ে গেল ছবির গ্র্যান্ড পোস্টার লঞ্চ। একইসঙ্গে প্রকাশ্যে এল প্রথম লুক। ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করছেন দেবলীনা দত্ত, রজতাভ দত্ত, বিশ্বরূপ বিশ্বাস, অনিন্দিতা সোম, দেবরাজ ভট্টাচার্য। ঠিক কী ধরনের গল্প বলবে এই ছবি?
কলকাতা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে শ্যুটিং এর প্রথম দিন। শ্যুটিং চলাকালীন গুলি করে খুন করা হয় শহরের বিখ্যাত অভিনেত্রী অপর্ণা মুখোপাধ্যায়কে। তার প্রাক্তন স্বামী সৃজন বন্দ্যোপাধ্যায় পেশায় নামকরা চিত্র পরিচালক। খুন, রহস্যের মোড়কে ছবি শুরু হয়। ছবির গতি যত এগোতে থাকে, ততই খুনের রহস্য উন্মোচনে মুখ্য ভূমিকা পালন করে মিডিয়া। একে একে ফুটে উঠতে থাকে সম্পর্কের সমীকরণ, মানুষের প্রতি মানুষের হিংসা, অসৎ পথে নিজের জীবনযাপন, প্রতিপত্তির চূড়ায় ওঠার জন্য কীভাবে পাশে থাকা মানুষটাও একদিন শত্রু হয়ে ওঠে ইত্যাদি । এই সবকিছু নিয়েই “মহরত”। ছবিতে অভিনেতা মীরকে দেখা যাবে পুলিস অফিসার ঈশানের চরিত্রে, অন্যদিকে ঋত্বিকা সেনকে সাংবাদিক মোহরের চরিত্রে দেখা যাবে।
ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন সমিধ মুখোপাধ্যায় ও মশিউর রহমান। গান গেয়েছেন শিল্পী রূপম ইসলাম। ছবির শ্যুটিং হয়েছে কলকাতা ও মুর্শিদাবাদে। এই প্রথম অভিনেতা মীর ও অভিনেত্রী ঋত্বিকা সেনকে জুটি বাঁধতে দেখা যাবে। ছবিটি মুক্তি পাবে প্রযোজক সেলিনা খাতুনের প্রযোজনায় “মীর এন্টারটেইনমেন্ট”-এর ব্যানারে। অভিনেতার কথায়, “থ্রিলার ছবিতে দর্শকদের অন্যরকম স্বাদ দেবে এই ছবি। ঈশান চরিত্রের অনেকগুলো স্তর রয়েছে। একজন পুলিস অফিসারের চরিত্রে নিজেকে তৈরি করাটা খুব চ্যালেঞ্জিং ছিল। অন্যদিকে ঋত্বিকার সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ। আশা করছি, নতুন ধরনের একটা থ্রিলার ছবি দর্শকদের উপহার দিতে পারব।” ঋত্বিকা বলেন, “মোহর চরিত্রটা খুব সাহসী। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অভ্যাস তার ছোট থেকেই। সমাজে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা একজন সাংবাদিকের চরিত্রে আমাকে দেখা যাবে। ছবির শুরুতে একজন নামী অভিনেত্রী খুন হয়। সব কিছু ধামাচাপা দেওয়া থেকে অন্যায়কে সবার সামনে তুলে আনাটা মোহরের কাছে খুব চ্যালেঞ্জিং এবং এই যুদ্ধে ঈশান চরিত্রটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অবশেষে মোহর কি জিতবে? এই সবকিছু নিয়ে আমরা আসছি নতুন ছবি “মহরত” এ।”
পরিচালক বলেন, “ছবিতে নতুন অভিনেতা মীরকে সবার ভালো লাগবে। ছবির প্রতিটা স্তরে আলাদা সাসপেন্স রয়েছে। এই ছবিতে যে গানগুলো রয়েছে সেগুলো দর্শকদের মন কেড়ে নেবে।” ছবিতে সিনেমাটোগ্রাফি করেছেন রফিকুল ইসলাম। চলতি বছরে বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি।