তাঁদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে জল্পনা বহুদিন ধরেই। অভিনেত্রী রশ্মিকা মন্দান্না এবং অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। তাঁদের অনস্ক্রিন জুটি হিট হওয়ার পরই জল্পনা বাড়ে অফস্ক্রিন রসায়ন নিয়ে। শোনা যাচ্ছে, আবার একসঙ্গে বড়পর্দায় ফিরছে এই জুটি। এমনটাই এক্সক্লুসিভভাবে নিশ্চিত করেছে ইন্ডিয়া টুডে-র সূত্র। যদিও সিনেমা সংক্রান্ত বিস্তারিত তথ্য এখনই প্রকাশ্যে আনা হয়নি। প্রজেক্টটির নাম আপাতত রাখা হয়েছে ‘ভিডি ১৪’। ‘গীত গোবিন্দম’ এবং ‘ডিয়ার কমরেড’-এর মতো হিট ছবির পর এই জুটি আবার একসঙ্গে কাজ করতে চলেছে শুনেই ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। এই ছবি তাঁদের একসঙ্গে তৃতীয় প্রজেক্ট হতে চলেছে।
এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন ‘শ্যাম সিং রায়’ ছবির পরিচালক রাহুল সংকৃত্যায়ন। সূত্রের খবর, রশ্মিকা বর্তমানে হায়দরাবাদে ‘থামা’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত, সেই সঙ্গে এই নতুন ছবির শ্যুটিংও শুরু করবেন তিনি শীঘ্রই, খবর এমনই। ঘনিষ্ঠ সূত্রে খবর, “প্রথমে শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল গত সপ্তাহে। কিন্তু বিজয় ডেঙ্গিতে আক্রান্ত হওয়ায় তা পিছিয়ে যায়”। বিজয় এবং রাহুল সংকৃত্যায়নের এই ছবি ২০২৪ সালের মে মাসে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল। তবে এবার শোনা যাচ্ছে সেই ছবির নায়িকা আর কেউ নন, খোদ রশ্মিকাই।
আপাতত রশ্মিকার ঝুলিতে রয়েছে ‘দ্য গার্লফ্রেন্ড’ এবং ‘মাইসা’-র মতো আরও কয়েকটি বহু প্রতীক্ষিত প্রজেক্ট। অন্যদিকে বিজয়কে দেখা যাবে ‘কিংডম’ নামক একটি স্পাই অ্যাকশন থ্রিলারে, যেখানে তাঁর সহ-অভিনেতা হচ্ছেন ভাগ্যশ্রী বোর্সে ও সত্যদেব। এরপর রয়েছে ‘এসভিসি ৫৯’ নামের একটি প্রজেক্ট, যার এখনও শ্যুটিং শেষ হয়নি। রশ্মিকা ও বিজয়কে একসঙ্গে প্রায়ই ঘোরাঘুরি করতে, সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বপূর্ণ আলাপচারিতা করতে দেখা যায়। সেই ঘিরে বহুদিন ধরেই চলছে তাঁদের সম্পর্কের গুঞ্জন। যদিও এই বিষয়ে দু’জনের কেউই কোনওদিন মুখ খোলেননি। সম্প্রতি রশ্মিকা ইনস্টাগ্রামে বিজয়কে “ভিজ্জু” বলে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং ‘কিংডম’-এর ট্রেলারে তাঁর প্রতিক্রিয়া প্রকাশ করেন, যা ভক্তদের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি করে। অন্যদিকে, বিজয় একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে তিনি এখন আর সিঙ্গল নন। এই দুই তারকার আবার একসঙ্গে পর্দায় ফেরা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তুমুল চর্চা।