আর জি কর আন্দোলনে যুক্ত থাকা তিন জুনিয়র ডাক্তারকে বদলি মামলা হাইকোর্টেই হবে জানিয়ে দিল হাইকোর্ট। যেহেতু ওই তিন ডাক্তার সরকারি কর্মী, তাই রাজ্যের আবেদন ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে এই মামলার আবেদনের শুনানি হোক। কিন্তু রাজ্যের আবেদন খারিজ করে হাইকোর্টেই এই মামলার শুনানি হবে বলে জানিয়ে দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু।
আর জি কর আন্দোলনে নেতৃত্ব শুধু নয়, সরকার বিরোধী আন্দোলনে প্রধান মুখ হয়েছিলেন তিন জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার, অনিকেত মাহাত এবং আশফাকুল্লা নাইয়া। সিনিয়র রেসিডেন্ট ডাক্তার হিসেবে তাঁদের কোর্স সম্পূর্ণ হওয়ার পর প্রথম পোস্টিং হিসেবে হাওড়ায় থাকা দেবাশিসকে মালদায়, হুগলিতে থাকা অনিকেতকে পুরুলিয়া এবং কলকাতায় থাকা আশফাকুল্লাকে উত্তর দিনাজপুরে বদলি করে রাজ্য স্বাস্থ্য দপ্তর। এনিয়ে রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে বারংবার অনুরোধ করেন তিন ডাক্তার, যাতে তাঁদের কাছাকাছি জায়গায় বদলি করা হয়। কিন্ত অনুরোধে কোনও কাজ না হওয়ায় অবশেষে আদালতের দ্বারস্থ হন তিন ডাক্তার। প্রাথমিকভাবে এই মামলায় রাজ্যের মতামত জানতে চেয়ে হলফনামা জমা দিতে বলে হাইকোর্ট। যদিও রাজ্য সরকারের আবেদন ছিল যেহেতু ওই তিন ডাক্তার সরকারি কর্মচারী, তাই তাঁদের মামলার শুনানি করা হোক রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনালে। কিন্তু রাজ্যের আবেদন খারিজ করে তিন চিকিৎসকের মামলা হাইকোর্টেই শোনা হবে বলে জানিয়ে দেয় হাইকোর্ট।