ওভালে পঞ্চম টেস্ট শুরুর আগে ফের চর্চার কেন্দ্রবিন্দুতে জশপ্রীত বুমরাহ্। এক নামী ওয়েবসাইটের রিপোর্টে বলা হয়েছে, ওভালে খেলছেন না বুমরাহ। ইতিপূর্বে ইংল্যান্ড সফরের আগেই বোর্ডের তরফে নির্বাচক প্রধান অজিত আগরকার জানিয়ে দিয়েছিলেন, ৫ টেস্টের সিরিজে ৩ টি ম্যাচে খেলানো হবে বিশ্বের এক নম্বর বোলারকে। বিশ্রাম দেওয়া হবে বাকি দুই টেস্টে। উক্ত রিপোর্ট অনুযায়ী, শেষপর্যন্ত হতে চলেছে তেমনটাই।
ম্যানচেস্টারে ঐতিহাসিক ড্র করলেও সিরিজে এখনও ১-২ পিছিয়ে ভারত। এই পরিস্থিতিতে অন্তিম তথা সিরিজের নির্ণায়ক টেস্টে বুমরাহর না খেলা নিয়ে শুরু হয়েছে চর্চা। এর আগে তাঁকে সব টেস্টেই খেলানোর পক্ষেই সওয়াল করেছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার দীপ দাশগুপ্ত। ম্যানচেস্টারে চতুর্থ টেস্টের আগে বলেন, প্রয়োজনে বুমরাহকে শেষ দুটি ম্যাচেই নামানো উচিত। অন্যদিকে এ প্রসঙ্গে আরেক প্রাক্তনী দিলীপ বেঙ্গসরকারের দাবি ছিল, তিনি কোনও ক্রিকেটারকে বেছে বেছে ম্যাচ খেলানোর পক্ষপাতী নন।
জাজবাত বাংলায় আরও পড়ুন
বেঙ্গসরকার আরও জানিয়েছিলেন, “বুমরাহ ফিট থাকলে ওকে সব ম্যাচ খেলা উচিত। ফিট না থাকলে খেলানোরই দরকার নেই।” এই সমস্ত বিতর্কের মাঝেই ম্যানচেস্টারে খেলতে নামেন বুমরাহ। সেই ম্যাচ শেষে কোচ গৌতম গম্ভীরও জানিয়েছিলেন, ওভালে শেষ টেস্ট খেলার জন্য বুমরাহ ফিট। কিন্তু তারপরই পঞ্চম টেস্টে বিশ্রাম দেওয়া হল তাঁকে। যেমনটা আগেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। শোনা যাচ্ছে, বুমরাহর জায়গায় চোট কাটিয়ে ফিরে আসতে পারেন আকাশ দীপ। এ ছাড়া ২৬ বছর বয়সি বাঁহাতি পেসার অর্শদীপ সিংও রয়েছেন দৌড়ে। গত বছর দেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো এই বোলারের ওভালে টেস্ট অভিষেক হতে পারে বলে মনে করছেন একাংশ।
আরও পড়ুন
কিন্তু প্রশ্ন হচ্ছে, ভারত যখন সিরিজে পিছিয়ে, তখন কেন বুমরাহকে বসানোর সিদ্ধান্ত নেওয়া হল? মূলতঃ ওয়ার্কলোডের কথা মাথায় রেখেই বুমরাহকে সিরিজের দুটি টেস্টে বিশ্রাম দেওয়ার কথা জানিয়েছিল টিম ম্যানেজমেন্ট বা বিসিসিআই। তবে এ বার সিদ্ধান্তটি বোর্ডের মেডিক্যাল টিমের বলে জানা গিয়েছে। রিপোর্ট বলছে, মেডিক্যাল টিম বর্তমানে বিশ্বের সেরা বোলারকে জানিয়েছে, তাঁর পিঠের চোটের কথা মাথায় রেখে একটি দীর্ঘমেয়াদি কেরিয়ারের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
