ফারহান আখতার এবার এক অসাধারণ যুদ্ধের কাহিনি বড়পর্দায় আনতে চলেছেন। আসছে তাঁর নতুন ছবি ‘১২০ বাহাদুর’, যার শুটিং হয়েছে লাদাখের দুর্গম অঞ্চলে। ছবিটির কাস্ট এবং গোটা টিম প্রায় ১৪,০০০ ফুট উচ্চতায় শ্যুট করেছে।অমন কনকনে ঠান্ডায় শ্যুটিং করা বেশ চ্যালেঞ্জিং ছিল। সেখানে শ্যুটিংয়ের সময় তাপমাত্রা প্রায় মাইনাস ৫ থেকে মাইনাস ১০ ডিগ্রিতে নেমে যাচ্ছিল। সূত্রের খবর, “এই গল্পকে সততার সঙ্গে তুলে ধরাই ছিল প্রধান লক্ষ্য। আর ফারহান তাঁর শরীর, মন এবং আবেগ নিংড়ে তাঁর সেরাটা দিয়েছেন।”
জাজবাত বাংলায় আরও পড়ুন
মেজর শৈতান সিং ভাটির অসামান্য বীরগাথাই এই ছবির মূল বিষয়। যিনি পরমবীর চক্রে ভূষিত হয়েছিলেন। তাঁর নেতৃত্বে চার্লি কোম্পানি, ১৩ কুমায়ুন রেজিমেন্ট, ১৯৬২ সালের রেজ্যাং লা যুদ্ধের সময় চীনা বাহিনীর বিরুদ্ধে অকুতোভয় প্রতিরোধ গড়ে তোলে। মাত্র ১২০ জন ভারতীয় সেনা তুলনায় বিরাট চীনা বাহিনীর বিরুদ্ধে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছিলেন। তাঁদের এই আত্মত্যাগ এবং সাহসের ইতিহাস আজও দেশের গর্ব।
মেজর শৈতান সিংয়ের চরিত্রে অভিনয় করার জন্য ফারহান আখতার কঠোর প্রশিক্ষণের মধ্য দিয়ে গেছেন। সামরিক ধাঁচে ট্রেনিং ও প্রবল উচ্চতায় মানিয়ে নেওয়ার প্রস্তুতিও ছিল সেই প্রশিক্ষণের অংশ। ছবিটি পরিচালনা করছেন রজনীশ রেজি ঘাই এবং প্রযোজনা করছেন এক্সেল এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে রীতেশ সিধওয়ানি ও ফারহান আখতার এবং ট্রিগার হ্যাপি স্টুডিওসের অমিত চন্দ্রা। প্রতিটি দিকেই নজর রাখা হয়েছে, যাতে সেনাদের সাহস, আবেগ এবং আত্মিক শক্তি যথাযথভাবে ফুটে ওঠে।
আরও পড়ুন
আগামী ২১ নভেম্বর মুক্তি পেতে চলা ‘১২০ বাহাদুর’-এ ফারহানের সঙ্গে থাকছেন ম্রুণাল ঠাকুর, পরেশ রাওয়াল এবং হুসেন দালাল। পরিচালক হিসেবে ‘দিল চাহতা হ্যায়’ ছবির হাত ধরে যাত্রা শুরু করা ফারহান এরপর ‘লক্ষ্য’, ‘ডন’, ‘ডন ২’-এর মতো ছবি করে সাফল্য পেয়েছেন। অভিনয় জগতে তাঁকে সর্বশেষ দেখা গিয়েছিল ২০২১ সালের ‘তুফান’ ছবিতে, যা একটি স্পোর্টস ড্রামা ঘরানার ছবি ছিল। বলাই বাহুল্য, ফারহানকে পরিচালক ও অভিনেতা, দুই রূপেই দর্শক প্রচণ্ড পছন্দ করেন। তাঁর কণ্ঠে গানও শ্রোতারা ভালোবাসেন। এবার ‘১২০ বাহাদুর’ বক্স অফিসে কেমন সাফল্য লাভ করে সেটাই দেখার।