আল-কায়েদার মহিলা জঙ্গি গ্রেফতার। বেঙ্গালুরু থেকে সামা পারভিনকে গ্রেফতার করেছে গুজরাটের সন্ত্রাসদমন শাখা। ৩০ বছর বয়সি এই মহিলা আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ গ্রুপের সক্রিয় সদস্য। গুজরাট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংভি জানিয়েছেন, সামা পারভিন অনলাইনে জেহাদি প্রোপাগান্ডা এবং জঙ্গি কার্যকলাপ ছড়ানোর মাধ্যমে তরুণ প্রজন্মকে উসকে দেওয়ার কাজ করত। গুজরাট পুলিশ ও এটিএস এই অনলাইন জঙ্গি নেটওয়ার্ককে চিহ্নিত করে।
আদতে ঝাড়খণ্ডের বাসিন্দা সামা বেঙ্গালুরুতে বসে একাধিক সোশাল মিডিয়ার মাধ্যমে জেহাদি মতবাদ ছড়াত। তার সোশাল মিডিয়ার অ্যাকাউন্টগুলি বেশ কিছুদিন ধরেই গুজরাট এটিএসের নজরদারিতে ছিল। সেখান থেকেই তার সঙ্গে আল-কায়েদার সম্পর্ক এবং পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলির সঙ্গে সরাসরি যোগের প্রমাণ পাওয়া যায়।
এর আগে গুজরাট এটিএস আমেদাবাদ, দিল্লি ও নয়ডা থেকে আরও চারজনকে আল-কায়েদার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করে। তদন্তকারীদের মতে, এই জঙ্গি মডিউলটি অনলাইন প্রোপাগান্ডার মাধ্যমে তরুণদের মগজ ধোলাই করে জেহাদি আদর্শে উদ্বুদ্ধ করার কাজ করত। ইনস্টাগ্রামে পাঁচটি অ্যাকাউন্টের মাধ্যমে এরা নিয়মিত ভিডিয়ো ও নানারকম পোস্ট করত। এই ধরনের পোস্টে তারা বলত, জেহাদের জন্য বোমা নয়, একটা ধারালো ছুরিই যথেষ্ট। অর্থাৎ তারা প্রচার করতে চাইত, খুব সাধারণ অস্ত্র দিয়েও হিংসা ঘটানো এবং সন্ত্রাস ছড়ানো সম্ভব।
গুজরাট এটিএসের এই সাফল্যে বড় ধরনের জঙ্গি পরিকল্পনার সম্ভাবনা অঙ্কুরেই বিনাশ করা গেছে বলে মনে করছে তদন্তকারী সংস্থা। সামা পারভিনকে জেরা করে ভারতের বিভিন্ন রাজ্যে অন্য আরও সদস্য ছড়িয়ে আছে কিনা এই মডিউলের, তা জানার চেষ্টা চলছে। তদন্ত চলছে আন্তর্জাতিক সন্ত্রাসবাদে তার যোগসূত্র নিয়েও।