বর্তমানে সব থেকে প্রধান গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় নথি হল আধার কার্ড। সে নানান সরকারি প্রকল্পের সুবিধা হোক বা আপনার পরিচয়পত্র, সব ক্ষেত্রেই আধার ছাড়া গতি নেই। তাই স্বভাবতই আধার সম্পর্কে আপনার সম্যক জ্ঞান থাকা দরকার। পাশাপাশি আধার কার্ডের ক্ষেত্রে বেশ কিছুটা সতর্কতাও অবলম্বন করা প্রয়োজন।
যেমন আধার কার্ডে আপডেট না থাকলে সেটি আইনত অপরাধ বলেই মনে করা হবে ৷ এমনকী এই বিষয়ে সাজা ও জরিমানা হবে ৷ সেই বিষয়টি হল আধার কার্ড করার ক্ষেত্রে ভুল তথ্য দেওয়া। যেমন নাম, ঠিকানা, জন্ম তারিখ, মোবাইল নম্বর ইত্যাদি জেনে বুঝে ভুল তথ্য দিলে সেটি আইনের চোখে অপরাধ ৷ এছাড়াও যদি নকল নথি দিয়ে আধার কার্ড তৈরি করে থাকেন সেক্ষেত্রে বড়সড় আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে ৷
জাজবাত বাংলায় আরও পড়ুন
এক্ষেত্রে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি বা ইউআইডিএআই (UIDAI)-এর পক্ষ থেকে এই বিষয়ে কঠোর নিয়ম করা হয়েছে ৷ আধার নিয়ম অনুসারে কোনও ব্যক্তি যদি বুঝে শুনে আধার কার্ড করার সময়ে ভুল তথ্য দেন সেক্ষেত্রে ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে।
আরও পড়ুন
শুধু জরিমানা নয়, এক্ষেত্রে জেলেও যেতে পারেন আপনি। অন্য কারোর তথ্য তাঁর সহমত ছাড়া যদি কাছে রাখা হয়, সেক্ষেত্রে গুরুতর অপরাধ বলেই ধরে নেওয়া হবে। নিয়মানুযায়ী ৩ বছর পর্যন্ত জরিমানা হতে পারে ৷ আবার যদি কারও তথ্য নিয়ে বিকৃতি বা তা অসৎ উদ্দেশ্যে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে অভিযোগ প্রমাণিত হলেই ১০ বছরের জেল ও ১০ লক্ষ টাকা জরিমানা হতে পারে ৷