সারা দেশকে যাঁর কণ্ঠ মোহিত করছে, সেই অরিজিৎ সিং এখন এক একটা লাইভ শো-র জন্য ঠিক কত নিচ্ছেন জানেন? ২ কোটি টাকা! এমনই চমকে দেওয়া তথ্য প্রকাশ্যে এনেছেন বিখ্যাত সঙ্গীত পরিচালক মন্টি শর্মা। ‘সাওয়ারিয়া’ ছবির সঙ্গীত পরিচালক মন্টি শর্মা সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, “যখন অরিজিৎ আমার কাছে আসত, একটানা ৬ ঘণ্টা বসে থাকত। এখন সে একটা শো-এর জন্য ২ কোটি টাকা নেয়।”
তিনি আরও বলেন, “আগে মানুষ রেডিও বা টেলিভিশনে গান শুনত। এখন ইউটিউব, ওটিটি-র দৌলতে এক্সপোজার অনেক বেড়ে গেছে। ফলে গানে অনেক বেশি টাকা ঢুকছে। আমি যদি ১৫-২০ লাখে একটা গান করি, তার ৯০ শতাংশ রাইটসই অডিও কোম্পানি নিয়ে নিচ্ছে। ওদেরই এখন সবচেয়ে বেশি রোজগার।”
মন্টি শর্মা আরও জানান, “আগে একটা গান বানাতে ২ লাখ টাকা লাগত। তাতে ৪০ টা ভায়োলিন সহ পুরো অর্কেস্ট্রা থাকত। তারপর যখন আমার নাম ছড়াল, আমি প্রতি গানে ৩৫ হাজার টাকা নেওয়া শুরু করলাম, বাকি খরচ বাদ দিয়েই।”
উল্লেখ্য, অরিজিৎ সম্প্রতি মোহিত সুরির ব্লকবাস্টার সিনেমা সাইয়ারা-এর ‘ধুন’ গানে কণ্ঠ দিয়েছেন। এছাড়াও মেট্রো ইন দিনো ছবিতে তিনি গেয়েছেন ‘জমানা লাগে’, ‘মওসুম’ এবং ‘কায়দে সে’ গানগুলো। আজ মুক্তি পাওয়া ওয়ার ২ ছবির ‘আভান জাভান’ গানটিতেও তাঁর কণ্ঠ। এই সিনেমাতে অভিনয় করছেন হৃতিক রোশন ও কিয়ারা আডবানি।
গানের দুনিয়া যেমন পাল্টেছে, তেমনই পাল্টেছে শিল্পীদের পারিশ্রমিকের অঙ্ক। সেই পরিবর্তনের এক উজ্জ্বল উদাহরণ অরিজিৎ সিং, যিনি এখন একেকটা লাইভ পারফরম্যান্সের জন্য নিচ্ছেন ২ কোটি টাকা।