এমনিতেই প্রত্যেক মাসেই ব্যাঙ্কে বেশ কয়েকদিন ছুটি থাকে। কিন্তু আগস্ট মাসে এই ছুটির সংখ্যা কিন্তু বেশ দীর্ঘ। ৫-৭ দিন নয় পুরো ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে আগস্ট মাসে। তাই নিজের জরুরি কাজগুলি চটপট সেরে নিন। নয়তো পরে আফসোস হতে পারে। পাসবুক আপডেট, নগদ জমা, ড্রাফট তৈরি বা লকারের কোনও কাজ পেন্ডিং থাকলে তাড়াতাড়ি সেরে ফেলুম।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ছুটির লিস্ট অনুসারে আগস্ট মাসে মোট ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। এই ছুটির দিবসে বেশ কিছুদিন শনি ও রবিবার থাকলেও বাকিগুলি রাজ্যের বিদেশ পুজো-পার্বণের জন্য রয়েছে। যদিও প্রত্যেক রাজ্যে ছুটি সমান হয় না। রাজ্য সরকারের ঘোষিত ছুটির ওপর সেখানকার ব্যাঙ্কের ছুটি নির্ভর করে। আসুন তাহলে জানাই আমাদের রাজ্যে আগস্ট মাসে কবে-কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক। প্রত্যেক সপ্তাহে রবিবার সব ব্যাঙ্কই বন্ধ থাকে। এছাড়া প্রত্যেক মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ব্যাঙ্কে ছুটি থাকে।
আগস্ট ২০২৫-এ রবিবার পড়েছে ২,১০,১৭,২৪ এবং ৩১ তারিখে। এছাড়া ৯ আগস্ট দ্বিতীয় শনিবার এবং ২৩ অগাস্ট চতুর্থ শনিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ।
এই মাসে বড় উৎসব হিসেবে রয়েছে, রাখী, স্বাধীনতা দিবস, জন্মাষ্টমী, এবং গণেশ চতুর্থী। এই উৎসবগুলিতে যেমন ৮, ৯, ১৩, ১৫, ১৬, ১৯, ২৫, ৩৭, এবং ২৮ তারিখে আলাদা-আলাদা রাজ্যের ব্যাঙ্ক বন্ধ থাকবে। আসুন জানাই কোন রাজ্যে কোন দিন ব্যাঙ্ক বন্ধ ৯ আগস্ট রাখি উপলক্ষ্যে ইউপি, রাজস্থান, এমপি সহ বেশ কিছু রাজ্যের ব্যাঙ্কে ছুটি। ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষ্যে গোটা ভারতের সব ব্যাঙ্ক বন্ধ। গুজরাত এবং মহারাষ্ট্রে পার্সি নিউ ইয়ার উপলক্ষ্যে ছুটি থাকে। ১৬ আগস্ট জন্মাষ্টমী উপলক্ষ্যে বিহার, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, তেলেঙ্গানা রাজ্যে ব্যাঙ্ক বন্ধ। ২৭ এবং ২৮ আগস্ট গণেশ চতুর্থীর কারণে মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, ওড়িশায় ব্যাঙ্ক বন্ধ।
Leave a comment
Leave a comment