পূর্বাভাস ছিল ৭৭ শতাংশ বৃষ্টির। জারি করা হয়েছিল হলুদ সতর্কতা। পূর্বাভাস মতই বৃহস্পতিবার লন্ডনে ঝেঁপে নামল বৃষ্টি। ফলে সময়ের আগেই মধ্যাহ্নভোজের বিরতি ঘোষণা করতে বাধ্য হন আম্পায়াররা। এরপর লাঞ্চ ব্রেকের পরও ওভালে শুরু করা যায়নি ম্যাচ। তবে এরই মধ্যে এ দিন দু’জন কিংবদন্তির রেকর্ড ভেঙে আলাদা আলাদা দু’টি নজির গড়লেন ভারত অধিনায়ক শুভমন গিল।
একদিকে স্যার গারফিল্ড সোবার্স, অন্যদিকে সুনীল গাভাসকরের দু’টি রেকর্ড এ দিন ভেঙেছেন গিল। এতদিন’ সেনা’ (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে একত্রে বলা হয়) দেশে একটি টেস্ট সিরিজে সফরকারী দলের তরফে সবথেকে বেশি রান করার নজির ছিল স্যার সোবার্সের। ১৯৬৬ সালে বিলেতের মাটিতে ৭২২ রান করেছিলেন তিনি। সেই রেকর্ড ভেঙে দিয়েছেন ভারত অধিনায়ক।
প্রথম ৪ টেস্টেই ৭২২ রান করে ফেলেছিলেন গিল। এ দিন ১ রান করতেই ভেঙে দিলেন সোবার্সের রেকর্ড। এর কিছুক্ষণ পরেই তিনি ভেঙে দেন ভারতীয় অধিনায়ক হিসেবে লিটল মাস্টারের রেকর্ডও। ১৯৭৮-৭৯ মরশুমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে ৭৩২ রান করেছিলেন অধিনায়ক গাভাসকর। সেটিই ছিল একটি টেস্ট সিরিজে কোনও ভারতীয় অধিনায়কের করা সর্বাধিক রান। সেই রেকর্ডও এ দিন ভেঙে দিয়েছেন গিল।
পঞ্চম টেস্টে নামার আগে গাভাসকরের থেকে মাত্র ১০ রানে দূরে ছিলেন গিল। এ দিন সেই দূরত্ব অতিক্রম করে লিটল মাস্টারকে ছাপিয়ে যেতে নিলেন মাত্র ১৭ বল। জেমি ওভারটনের বলে বাউন্ডারি মেরে গাভাসকরকে ছাপিয়ে যান তিনি। তবে ব্যক্তিগত ২৮ রান করে তিনি প্যাভেলিয়লনে ফিরে গেছেন।
এ দিকে ম্যাচের চার দিনই অল্পবিস্তর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হোক বা না হোক, আকাশ মেঘাচ্ছন্ন থাকবে বলেই জানিয়েছে অ্যাকুওয়েদার। ফলে চিন্তা যাচ্ছে না দলের। এই ম্যাচ যে জিততেই হবে!