ভারতের পাশাপাশি রাশিয়াকেও মৃত অর্থনীতি বা ‘ডেড ইকোনমি’র দেশ বলে কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যাল-এ একটি পোস্ট করে এমনটাই খোঁচা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এবার সেই খোঁচার পাল্টা জবাব দিল ভ্লাদিমির পুতিনের দেশ। রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান ও প্রাক্তন রাষ্ট্রপতি দিমিত্রি মেদভেদেভ এই ইস্যুতে আমেরিকাকে কড়া হুঁশিয়ারি দিয়ে ‘ডেড হ্যান্ড’ প্রসঙ্গ সামনে এনেছেন।
‘ডেড হ্যান্ড’ হল এমন একটি স্বয়ংক্রিয় পারমাণবিক ব্যবস্থা, যা স্বয়ংক্রিয়ভাবে একটি দেশের পারমাণবিক অস্ত্র চালু করে দিতে পারে। ঠান্ডা যুদ্ধের সময় এই ব্যবস্থা তৈরি করা হয়েছিল। কোনও কারণে যদি রাশিয়ার সামরিক নেতৃত্ব ধ্বংসও হয়ে যায় বা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলেও কাজ করে যাবে এই ‘ডেড হ্যান্ড’।
জানা যাচ্ছে পুতিনের হাতে থাকা এমন অস্ত্র দিয়ে একসঙ্গে ৩০টিরও বেশি পারমাণবিক বোমা নিক্ষেপ করা সম্ভব। অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে মুহূর্তেই নিশ্চিহ্ন করে দেওয়া যাবে পশ্চিমী দেশগুলোকে। আরও ভয়ংকর তথ্য হল, সারা বিশ্বের মধ্যে ওই অস্ত্র আছে শুধু পুতিনের হাতেই।
কাজেই ট্রাম্পের ‘ডেড ইকোনমি’র পাল্টা রাশিয়া যে ‘ডেড হ্যান্ড’ প্রসঙ্গ হাজির করেছে, তাকে মোটেই হালকা ভাবে নিচ্ছেন না বিশেষজ্ঞরা। তাই দিমিত্রি মেদভেদেভ আমেরিকাকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন , যাদের তিনি ‘মৃত’ বলে মনে করছেন, তাদের অবহেলা করা উচিত নয়। এইভাবেই মূলত প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখল মস্কো।
Leave a comment
Leave a comment