বৃহস্পতিবার থেকে লন্ডনের ঐতিহ্যবাহী ওভাল স্টেডিয়ামে শুরু হচ্ছে সিরিজের পঞ্চম টেস্ট। ম্যানচেস্টারে ঐতিহাসিক ড্র করলেও এখনও সিরিজে ১-২ পিছিয়ে শুভমন গিলের দল। এই পরিস্থিতিতে ওভালে কোনও মতেই হারা চলবে না। কার্যত মরণ-বাঁচন ম্যাচে নামতে চলেছে ভারত। এ দিকে এরই মধ্যে আবহাওয়ার যে পূর্বাভাস সামনে আসছে তা ভারতীয় দল এবং সমর্থকদের চিন্তায় রাখার জন্য যথেষ্ট।
বিলেতের মাটিতে খেলা হলে আবহাওয়া সব সময়ই একটা বড় ফ্যাক্টর। এখানকার জলবায়ু এতটাই খামখেয়ালি যে দিনের যে কোনও সময়েই বিনা নোটিস নামে বৃষ্টি। চলতি সফরেও এর অন্যথা হয়নি। গত ৪ টেস্টে একাধিকবার বৃষ্টির জেরে বাধাপ্রাপ্ত হয়েছে ম্যাচ। আর এ বার ওভালের পঞ্চম টেস্টেও চোখ রাঙাচ্ছেন বরুণদেব। শুধু তাই নয়। বৃহস্পতিবার ম্যাচের প্রথম দিনে জারি করা হয়েছে হলুদ সতর্কতাও।
অ্যাকুওয়েদারের রিপোর্ট অনুযায়ী, এ দিন সকালে একপ্রস্থ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর দুপুরের দিকে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সার্বিকভাবে দিনটিতে ৭৭ শতাংশ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। এরপর ম্যাচের দ্বিতীয় এবং তৃতীয় দিনে অবশ্য ততটাও বৃষ্টির পূর্বাভাস নেই। তবে শেষ দুই আবার মুখ ভার করতে পারে আকাশ।
রবিবার ম্যাচের চতুর্থ দিনে দুপুরের দিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে লন্ডনে। সম্ভাবনা প্রায় ৩৭ শতাংশ। এরপর শেষ দিন অর্থাৎ সোমবার ৩১ শতাংশ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অবশ্য বৃষ্টি হোক বা না হোক, আকাশ যে প্রতিদিনই মেঘাচ্ছন্ন থাকবে, সে কথাও জানিয়ে দিয়েছে অ্যাকুওয়েদার। ফলে বাড়তি সুবিধা পাবেন জোরে বোলাররা? ওভালের উইকেট সাধারণতঃ ব্যাটিং সহায়ক হয়। তা ছাড়া স্পিনাররাও কিছুটা সাহায্য পান এখানকার উইকেট থেকে।
তবে চলতি টেস্টের সারফেসে দেখা গিয়েছে ঘাসের ছোঁয়া। মনে করা হচ্ছে, গাস অ্যাটকিনসনকে যেহেতু দলে নেওয়া হয়েছে তাই তাঁর কথা মাথায় রেখেই কিছুটা ঘাস রাখা হবে উইকেটে। যদিও ইসিবি সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে হয়তো কিছুটা ঘাস ছাঁটা হতে পারে। তবে তা হেডিংলে বা এজবাস্টনের মতো একেবারে ন্যাড়া পিচ দেখা যাবে না বলেই জানানো হয়েছে।