কথায় বলে ভোট বড় বালাই। নির্বাচন এলেই ভোটারদের মুখের দিকে তাকিয়ে কিছু না কিছু উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা করতেই হয় নেতাদের। ভোটের আগে কী মিলছে সেদিকেও নজর থাকে জনগণের। আর কয়েকমাস পরেই ভোট বিহারে। খুব একটা সুবিধেজনক জায়গায় নেই বিজেপি-নীতীশ। সেই সমীকরণ মাথায় রেখেই শুক্রবার মিড-ডে-মিল কর্মীদের ভাতা দ্বিগুণ করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
নতুন নির্দেশিকা অনুযায়ী, স্কুলে মিড-ডে-মিল প্রকল্পে রাঁধুনিদের সাম্মানিক ১,৬৫০ টাকা থেকে বেড়ে ৩,৩০০ টাকা করা হয়েছে। অর্থাৎ ভাতা বা সাম্মানিক হয়ে গেল প্রায় দ্বিগুণ। বিহারের বিভিন্ন স্কুলে দুপুরের খাবার যারা রান্না করেন তাঁদের দীর্ঘদিনের দাবি ছিল এই সাম্মানিক বৃদ্ধি।
তবে শুধু মিড-ডে-মিল প্রকল্পের রাঁধুনি নন, ভাতা দ্বিগুণ করা হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের রাত প্রহরীদেরও। বিদ্যালয় চত্বরের নিরাপত্তা রক্ষায় যাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সেই রাতের প্রহরীদের সাম্মানিকও নীতীশ কুমার এক ধাক্কায় ৫,০০০ টাকা থেকে বাড়িয়ে ১০,০০০ টাকা করে দিয়েছেন। পাশাপাশি ছাত্রছাত্রীদের সামগ্রিক বিকাশ ও স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য প্রশিক্ষকদের ভাতাও দ্বিগুণ করে ৮,০০০ থেকে ১৬,০০০ টাকা করা হয়েছে।
শুক্তবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এক্স হ্যান্ডেলে একটি পোস্টে এই ঘোষণার কথা লেখেন। তবে ভোটের আগে তাঁর এই ঘোষণা ব্যালট বক্সে কোনও ডিভিডেন্ড দেবে কী না সে কথা নিশ্চিতভাবে বলা না গেলেও বিহারের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে আগামীদিনে সুপ্রভাব পড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
Leave a comment
Leave a comment