ওভালের পঞ্চম টেস্টে একইসঙ্গে দুটি বিরল নজির গড়লেন জো রুট। সেই সুবাদেই পিছনে ফেলে দিয়েছেন রিকি পন্টিং এবং সচিন তেন্ডুলকরকে। টেস্টে সচিন ৫১টি শতরানের রেকর্ড থেকে মাত্র ১৩ ধাপ দূরে দাঁড়িয়ে আছেন রুট। শুক্রবার ওভালে সেই দূরত্বটা আরেকটু কমানোর সুযোগ ছিল ইংরেজ ব্যাটারের সামনে। সেটা না করতে পারলেও অন্যদিক থেকে মাস্টার ব্লাস্টারকে টপকে গিয়েছেন তিনি। আবার আরেকটি দিক থেকে পিছনে ফেলেছেন পন্টিংকেও।
শুক্রবার মাত্র ২৯ রান করেই প্যাভিলিয়নে ফিরতে হয় রুটকে। মহম্মদ সিরাজের বলে এলবিডব্লিউ হন তিনি। তবে তার আগেই ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে টেস্টে ২ হাজার করার নজির গড়েছেন তিনি। টেস্টে এই প্রথম কোনও ক্রিকেটার ভারতের বিরুদ্ধে একটি নির্দিষ্ট দেশের মাটিতে ২ হাজার রানের গণ্ডি অতিক্রম করলেন। রুট পিছনে ফেলে দিয়েছেন রিকি পন্টিংকে। প্রাক্তন অজি অধিনায়ক নিজের ঘরের মাটিতে ভারতের বিরুদ্ধে সার্বিকভাবে করেছেন ১,৮৯৩ রান।
যদিও ঘরের মাঠে বা একটি নির্দিষ্ট দেশে কোনও নির্দিষ্ট প্রতিপক্ষের বিরুদ্ধে সবথেকে বেশি রান করার রেকর্ডটি রয়েছে স্যার ডন ব্র্যাডম্যানের নামে। ইংল্যান্ডের বিরুদ্ধে মোট ২,৩৫৪ করেছিলেন তিনি। ইংরেজ ব্যাটার সেই রেকর্ড থেকে বহু দূরে থাকলেও এ দিন ঘরের মাঠে টেস্টে সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় দু’নম্বরে উঠে এলেন সচিনকে ছাপিয়ে।
দেশের মাটিতে টেস্টে সচিনের সংগ্রহ ছিল মোট ৭,২১৬ রান। ওভালে সেই রান টপকে আপাতত রুটের সংগ্রহ ৭,২২০। অবশ্য এই তালিকায় পন্টিংকে পিছনে ফেলতে পারেননি তিনি। টেস্টে ঘরের মাঠে সবথেকে বেশি রান রেকর্ডটি রয়েছে পন্টিংয়ের দখলেই। করেছেন মোট ৭,৫৭৮ রান। এ দিকে রুট এই দুই নজির গড়ে ফেললেও তাঁর দল যে চলতি টেস্টে খুব সুবিধাজনক অবস্থানে রয়েছে তা বলা যাবে না।
ভারতের ২২৪ রানের জবাবে দুই ওপেনারের ঝোড়ো ব্যাটিংয়ে মাত্র ১৫ ওভারেই তিন অঙ্কের গণ্ডি টপকেছিল ইংল্যান্ড। জ্যাক ক্রলি করেন ৫৭ বলে ৬৪। অন্যদিকে ৩৮ বলে বেন ডাকেটের সংগ্রহ ৪৩। কিন্তু এরপরই ভারতীয় পেসাররা পর পর কয়েকটি উইকেট তুলে নেওয়ায় কিছুটা হলেও সমতা ফিরেছে ম্যাচে। টি পর্যন্ত ইংল্যান্ডের রান ৭ উইকেটে ২১৫। এখনও পর্যন্ত রুটসহ তিনজন ইংরেজ ব্যাটারকে ফেরত পাঠিয়েছেন সিরাজ। তিনটি উইকেট নিয়ে ধাক্কা দিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ। একটি উইকেট নিয়েছেন আকাশ দীপ।