স্বাধীনতা দিবসে নিজের ভাষণের বিষয় ও ভাবনার জন্য দেশবাসীর কাছে মতামত চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যে কোনও দেশের মানুষের কাছে স্বাধীনতা দিবস মানেই এক গুরুত্বপূর্ণ দিন। এই দিন রাষ্ট্রনেতাদের ভাষণে বা বক্তৃতায় উদ্বুদ্ধ হন সাধারণ মানুষ। প্রতিবার লালকেল্লায় তাঁর ঐতিহ্যবাহী ভাষণের জন্য নিজের ভাবনা থাকলেও এবার ব্যতিক্রমী পথে হাঁটছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে একথা উল্লেখ করে লিখেছেন যে, দেশের মানুষ এবারের ভাষণে কী থিম বা ভাবনা উঠে আসা উচিত বলে মনে করেন? ঐতিহ্যবাহী ভাষণের জন্য ভাবনা, মতামত ও পরামর্শ তিনি MyGov-এ অথবা NaMo App-এ ওপেন ফোরামে শেয়ার করার আহ্বান জানিয়েছেন।
নিয়ম করে রেডিয়োতে ‘মন কি বাত’ অনুষ্ঠান করেন নরেন্দ্র মোদি। সেখানে প্রধান্য পায় তাঁর নিজেরই মূল্যবান মতামত। দেশের বহু মানুষ মন দিয়ে শোনেন সেই কথা। কোনও বিশেষ দিবস বা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যা বলতে চান সেটা শোনাই রীতি। মাঝে মধ্যেই তাঁর কথায় শহর বা গ্রামাঞ্চলের সাফল্যের কাহিনি, উদ্ভাবনী উদ্যোগ, তরুণ প্রজন্মের কৃতিত্ব ও নীতিগত পরামর্শ উঠে আসে।
তবে এবার সম্ভবত সেই রীতি ভাঙছেন প্রধানমন্ত্রী। সেইজন্যেই তিনি সাধারণ মানুষকে ভাষণের বিষয়বস্তু গঠনে অংশগ্রহণ করতে উৎসাহ দিয়েছেন। একে অন্তর্ভুক্তিমূলক শাসনব্যবস্থার এক রীতি বলেও মনে করছেন অনেকে।
২০২৬ সালে স্বাধীনতার ৮০ বছর পূর্ণ হবে। ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে দাঁড়িয়ে সেই উদযাপনকে ঘিরেই মানুষের মতামতকে গুরুত্ব দিতে চাইছেন প্রধানমন্ত্রী। যা দেখাতে পারে সঠিক অগ্রগতি এবং ভবিষ্যতের দিশা। আর কে না জানে, বরাবরই যে কোনও কাজে চমক দিতে পছন্দ করেন নমো।
Leave a comment
Leave a comment