বিরাট কোহলিকে ক্রিকেটপ্রেমীরা চেনেন তাঁর আগ্রাসনের জন্য। তাঁর আভিজাত্য এর জন্য। কিন্তু সেই কোহলিও কাঁদতে পারেন মুখ লুকিয়ে? হ্যাঁ কেঁদেওছিলেন। শুধু কোহলি একা নন, গোটা টিম ইন্ডিয়াই একদিন কেঁদেছিল বাথরুমে ঢুকে। আর সেই ঘটনাই এ বার ফাঁস করেছেন যুজবেন্দ্র চাহাল।
সাম্প্রতিক সময়েও কোহলিকে কাঁদতে দেখেছে ক্রিকেট বিশ্ব। মাত্র মাসকয়েক আগেই প্রথমবার আইপিএল জিতে ঝরঝর করে কেঁদে ফেলেছিলেন কোহলি। তবে চাহাল যে অভিজ্ঞতা ভাগ করেছেন তা মোটেই সুখকর নয়। বরং সে দিন গভীর বেদনা থেকেই চোখে জল চলে এসেছিল বিরাটের।
কিং কোহলির সঙ্গে দীর্ঘদিন কাটিয়েছেন চাহাল। টিম ইন্ডিয়ার পাশাপাশি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলেও কোহলির নেতৃত্বে খেলেছেন তিনি। সম্প্রতি এক পডকাস্টে এসে ভারতীয় লেগস্পিনার জানান, ৬ বছর আগে গত ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারের পর বাথরুমে ঢুকে কেঁদেছিলেন ভারতীয় ক্রিকেটাররা। তার মধ্যে ছিলেন কোহলিও।
২০১৯ বিশ্বকাপ সেমিফাইনালে কিউইদের বিরুদ্ধে ২৪০ রানও তাড়া করতে পারেনি কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল। রবীন্দ্র জাদেজা এবং মহেন্দ্র সিং ধোনির লড়াই সত্ত্বেও হারতে হয় ১৮ রানে। এই সময় কাঁদতে দেখা গিয়েছিল বিশ্বকাপে ৫টি সেঞ্চুরি হাঁকানো রোহিত শর্মাকেও। আর এ বার চাহাল জানিয়েছেন, শুধু রোহিত নন। সে দিন কেঁদেছিল অধিনায়ক বিরাটসহ গোটা দল।
চাহালের কথায়, “দলের শেষ ব্যাটার আমিই ছিলাম। যখন আমি ম্যাচ শেষে ফিরছিলাম, কোহলির পাশ দিয়ে যাচ্ছিলাম। তখন ওর চোখে জল দেখতে পাই।”