মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আপত্তি উড়িয়ে অ্যাপলের সিইও টিম কুক জানালেন তাঁর সংস্থা ভারতেই আরও বেশি আইফোন তৈরি করবে। কুকের সাফ কথা, অ্যাপল ভারতে ব্যবসা বৃদ্ধির কথা ভাবছে। উল্লেখ্য, অ্যাপলেকে ভারতে থেকে তাদের ব্যবসা গুটিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন ট্রাম্প। যা সরাসরি খারিজ করে দিলেন সংস্থার সিইও কুক।
অ্যাপ্লের সিইও কুক জানিয়েছেন, গত কয়েক মাসে আমেরিকায় যত আইফোন বিক্রি হয়েছে, তার অধিকাংশই ভারতে তৈরি। আপাতত আমেরিকায় বিক্রির তালিকায় চিনকে দ্বিতীয় স্থানে ফেলেছে ভারত।
আমেরিকার বাইরের বাজারে অবশ্য আইফোন বিক্রিতে চিনের আধিপত্য বজায় রয়েছে।
ভারতে আইফোন তৈরি নিয়ে অ্যাপলের সিইও কুকের সঙ্গে ট্রাম্পের যে মতবিরোধ চলছে, তা কারও অজানা নয়। মে মাসে ট্রাম্প বলেছিলেন, টিম কুকের সঙ্গে তাঁর একটু সমস্যা হয়েছে। তিনি কুককে বলেছেন, ভারতে উৎপাদন বন্ধ করতে হবে। সেই পরামর্শ না মেনে, ভারত-সহ অন্য দেশে পণ্য তৈরি করলে অ্যাপলেকে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প। কিন্তু ট্রাম্পের আপত্তিকে আমল দেয়নি অ্যাপল।
অন্যদিকে ভারত সম্পর্কে তাঁর অবস্থানও বদল করেননি কুক। বরং ভারতে ব্যবসা বাড়াতে আগ্রহী অ্যাপল। কুক জানিয়েছেন, ভারত থেকে তাঁদের আয়ের পরিমাণ ক্রমশ বাড়ছে। গত কয়েক মাসে সারা বিশ্বে অ্যাপলের ১০ শতাংশ আয় বৃদ্ধি হয়েছে। যার একটা বড় অংশ এসেছে ভারত থেকে। তাই ভারতে আরও কিছু স্টোর খুলে খুচরো বাজারে অ্যাপলের বিক্রি আরও বাড়াতে চান কুক।
দুদিন আগে ট্রাম্প ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন। কিন্তু এই শুল্কের প্রভাব ভারতের আইফোন রফতানিতে পড়বে না। কারণ, পারস্পরিক শুল্কের তালিকা থেকে স্মার্টফোন, কম্পিউটার এবং অন্যান্য বৈদ্যুতিন পণ্যকে ছাড় দিয়েছেন ট্রাম্প। কারণ এই ধরনের বৈদ্যুতিন পণ্য আমেরিকায় তৈরি হয় না। বাইরে থেকে এই পণ্য তাদের আমদানি করতে হয়।