তেন্ডুলকর-আন্ডারসন সিরিজের উত্তাপ ছড়াল ওভালেও। এ বার আম্পায়ারের সঙ্গে লেগে গেল ভারতীয় ওপেনার কে এল রাহুলের। এর আগে লর্ডস টেস্টে বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা সৈকতের সঙ্গে বল পাল্টানো নিয়ে তর্কাতর্কিতে জড়িয়েছিলেন ভারত অধিনায়ক শুভমন গিল। এ বার ওভালের দ্বিতীয় দিনে শ্রীলঙ্কান আম্পায়ার কুমার ধর্মসেনার সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে পড়লেন কে এল রাহুল।
শুধু রাহুলই নন, ওভাল টেস্টের দ্বিতীয় দিনে চর্চার কেন্দ্রে ছিলেন টিম ইন্ডিয়ার বোলার আকাশদীপও। বেন ডাকেটকে আউট করে যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, তা আইসিসি-র আচরণবিধি লঙ্ঘিত করেছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ম্যাচ রেফারি চাইলে আকাশদীপের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপও করতে পারেন।
রাহুলের ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের ইনিংসের ২২ তম ওভারে। এ সময় প্রসিদ্ধ কৃষ্ণের একটি বল জো রুটের ব্যাট ঘেঁষে বেরিয়ে যায়। সঙ্গে সঙ্গে ব্যাটারকে কিছু একটা বলেন প্রসিদ্ধ। তখন কোনও জবাব না দিলেও এর ঠিক পরের বলে বাউন্ডারি মারতেই মেজাজ আর ঠিক রাখতে পারেননি রুট। বোলারের কাছে এসে তাঁকেও পাল্টা কিছু একটা বলতে শোনা যায়। ব্যস্, লেগে যায় তর্কাতর্কি।
এই ঘটনাকে কেন্দ্র করেই ঝামেলায় জড়িয়ে পড়েন রাহুল এবং ধর্মসেনাও। অন ফিল্ড আম্পায়ারের কাছে গিয়ে ভারতীয় ওপেনার জিজ্ঞেস করেন, “আপনি কী চান আমরা চুপ করে থাকি?” জবাবে ধর্মসেনা বলেন, “আপনি কি চাইবেন যে কোনও বোলার আপনার দিকে তেড়ে গিয়ে কথা বলুক? এটা করা যায় না। আমরা এটা হতে দিতে পারি না।”
এরপরই মেজাজ হারান রাহুল। উত্তেজিত ভঙ্গিতে তিনি আম্পায়ারকে বলেন, “আপনি কী চান বলুন তো। আমরা শুধু ব্যাট-বল করেই বাড়ি ফিরে যাই?” এভাবেই কথার জালে জড়িয়ে পড়েন দুজনে। ধর্মসেনা জবাব দেন, “এই ব্যাপারে আমরা ম্যাচের পর আলোচনা করব। আপনি এইভাবে আম্পায়ারের সঙ্গে কথা বলতে পারেন না।”
এ দিকে বারবার কেন আম্পায়ার ও বিপক্ষের ক্রিকেটারদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ছেন ভারতীয় ক্রিকেটাররা তা নিয়ে চর্চার অন্ত নেই। এর আগে লর্ডসেও ঘটেছিল একই ঘটনা। ডিউক বল নিয়ে বিতর্কে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়েছিলেন গিল। অল্পের জন্য শাস্তি হয়নি ভারত অধিনায়কের। এ বার আম্পায়ারের সঙ্গে বাকবিতণ্ডার জেরে রাহুলের ঘাড়ে শাস্তির খাড়া নেমে আসে কি না সেটাই দেখার।