সিকিমের ডোকালামকে অন্তর্ভুক্ত করা হচ্ছে ভারতের ‘রণাঙ্গন পর্যটন স্থল’-এর তালিকায়। সূত্রের খবর, আগামী সেপ্টেম্বর থেকেই পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে ডোকালাম।
১৩৮৮০ ফুট উচ্চতায় অবস্থিত ডোকালাম মালভূমি। ২০১৭ সালে ডোকালামের ভুটানের এক্তিয়ারে থাকা অঞ্চলে চিন সড়ক নির্মাণের চেষ্টা শুরু করে। জাতীয় নিরাপত্তার স্বার্থে কৌশলগত কারণেই ভারত তাতে আপত্তি জানায়। প্রায় দুই মাস ধরে চলে উত্তেজনা। মুখোমুখি দাঁড়িয়ে যায় ভারত ও চিনের সেনাবাহিনী। অবশেষে চিন সড়ক নির্মাণের কাজ স্থগিত রাখে। উত্তেজনা কিছুটা প্রশমিত হয়। তবে পর্যটকদের নাগালের বাইরেই এতদিন ছিল হিমালয়ের কোলের এই অনন্যসুন্দর নয়নাভিরাম মালভূমি অঞ্চল।
সম্প্রতি ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে, সামরিক দিক থেকে গৌরবময় এলাকাগুলিতে পর্যটনের বিকাশে আরও উদ্যোগ নেওয়া হবে। সেই লক্ষ্যে ইতিমধ্যেই কাশ্মীরের কারগিল, দ্রাস, পুঞ্চ, লাদাখ বা সিকিমের নাথু লা জনপ্রিয় পর্যটনস্থল গুলির মধ্যে অন্যতম। সেই তালিকায় এবার ঢুকে গেল ডোকালাম মালভূমির নাম। পর্যটন দফতরের দায়িত্ব থাকা সিকিমের অতিরিক্ত মুখ্যসচিব সি সুধাকর রাও জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর মাসে পর্যটনের মরসুম শুরু হলে পর্যটকদের জন্য ডোকালাম খুলে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রক রণক্ষেত্র পর্যটনের জন্য সিকিমের ডোকালাম কে চিহ্নিত করেছে। পর্যটকদের জন্য এখানে ক্যাফেটেরিয়া, বিশ্রামঘর, গাড়ি রাখার জায়গা এবং অন্যান্য সুবিধার ব্যবস্থা করা হচ্ছে।
উল্লেখ্য, সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে পর্যটনের বিকাশ ঘটানোর পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবছর জানুয়ারিতেই ‘ভারত রণভূমি দর্শন’ নামে একটি অ্যাপ চালু করেছেন।
