দেখতে দেখতে পেরিয়ে গেল একটা বছর। ২০২৪ সালের ২ আগস্ট ‘দ্রোহযাত্রা’র কর্মসূচিতে যোগ দেন বাংলাদেশের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ। জুলাই গণ–অভ্যুত্থানের প্রতিবাদী কর্মসূচি ‘দ্রোহযাত্রার’ বর্ষপূর্তি আজ শনিবার।ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ‘শিক্ষার্থী–শ্রমিক–জনতার দ্রোহযাত্রা’ ডাকা হয়েছে।
প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী এক বছর আগেএই কর্মসূচি ঘিরেই সেদিন দুপুরে ঢাকার প্রেসক্লাব এলাকায় জনতার ঢল নামে। সেই দ্রোহযাত্রায়’ সামিল হল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে সাংস্কৃতিক কর্মী, শিল্পী, আইনজীবী, মানবাধিকারকর্মীসহ বিভিন্ন পেশার মানুষ।২ আগস্ট থেকেই সারা দেশে গণমিছিলের কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
সেই গণ-অভ্যুত্থানের জেরেই পতন হয় শেখ হাসিনা সরকারের। বাংলাদেশের একমাত্র নোবেল লরিয়েট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা জারি হলেও তৈরি হয় একের পর এক রাজনৈতিক দল। আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্ররা তৈরি করে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর উপলক্ষ্যে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করার কথা জানিয়েছে এনসিপি। বাংলাদেশের সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী ওই দলের পক্ষ থেকে বলা হয়েছে, রোববার ৩ আগস্ট ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণা করা হবে। ইশতেহার ঘোষণার এই অনুষ্ঠানেকে ইতিহাসের সন্ধিক্ষণে এক প্রত্যাশা বলে বর্ণনা করা হয়েছে।
Leave a comment
Leave a comment