অল্পের জন্য সুনীল গাভাসকরের রেকর্ড ভাঙতে পারেননি শুভমন গিল। ১৯৭১ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরে লিটল মাস্টার করেছিলেন ৭৭৪ রান। এ দিকে চলতি ইংল্যান্ড সফরে ৫ টেস্টে অধিনায়ক গিলের সংগ্রহ মোট ৭৫৪ রান। তবে গাভাসকরের রেকর্ড ভাঙতে না পারলেও তাঁর হাত থেকে দুটি মহার্ঘ উপহার পেয়ে গেলেন ক্যাপ্টেন গিল।
১৯৭১ এর ক্যারিবিয়ান সফরে গাভাসকরের ৭৭৪ রানই হল একটি টেস্টে সিরিজে কোনও ভারতীয় ব্যাটারের করা সর্বাধিক রান। সেই রেকর্ড ৫৪ বছর পরেও অক্ষত থেকে গেল। শনিবার ওভালে গিলের সামনে এই রেকর্ড ভাঙার সুবর্ণ সুযোগ থাকলেও তিনি ব্যর্থ। রেকর্ড থেকে ২০ রান দূরেই থেমে যেতে হয়েছে গিলকে।
তবে দিনের শেষে সেই আক্ষেপ কিছুটা হলেও মিটিয়ে দিয়েছেন স্বয়ং গাভাসকর-ই। তিনি একসঙ্গে দু-দুটি মহার্ঘ উপহার তুলে দিয়েছেন গিলের হাতে। সেইসঙ্গে এও জানিয়ে দিয়েছেন যে, এইরকম উপহার তিনি সকলকে দেন না। এই উপহার প্রাপ্তিতে স্বভাবতই উচ্ছ্বসিত গিল। কিন্তু ভারত অধিনায়ক শুভমনকে কী কী উপহার দিয়েছেন দেশের প্রাক্তন অধিনায়ক?
দিনের খেলা শেষ হওয়ার পর গিলের হাতে নিজের স্বাক্ষর করা একটি শার্ট এবং একটি টুপি তুলে দিয়েছেন লিটল মাস্টার। উপহার দেওয়ার পর তিনি বলেন, “আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার। এই শার্টে আমার সই রয়েছে। এটা কেউ একজন আমার জন্য বানিয়েছিল। এখন তোমাকে দিচ্ছি। যদিও তোমার গায়ে লাগবে কি না জানা নেই। সেইসঙ্গে এই টুপিটাও দিলাম। যা আমি খুব কম লোককেই দিয়ে থাকি।”