অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে সম্প্রতি এক উদ্বেগজনক ঘটনার সম্মুখীন হয়েছেন। তাঁর গৃহ পরিচারিকা কান্তার কন্যা ও তার এক বান্ধবী, ৩১ জুলাই সকাল ১০টা থেকে নিখোঁজ। অঙ্কিতা নিজের ইনস্টাগ্রামে একটি পোস্টে জানান, দুই কিশোরী — সালোনি ও নেহাকে — সান্তাক্রুজ (পূর্ব), ভাকোলা এলাকার কাছাকাছি শেষবার দেখা গিয়েছিল। এই ঘটনায় মালভানি থানায় একটি অপহরণের মামলা রুজু হয়েছে, কারণ নিখোঁজ দুজনই অপ্রাপ্তবয়স্ক। এখনও পর্যন্ত তাদের সম্পর্কে কোনও নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
অঙ্কিতা নিজের পোস্টে লেখেন, ‘তারা শুধুমাত্র আমাদের বাড়ির সদস্য নয়, আমাদের পরিবারের অংশ। আমরা অত্যন্ত উদ্বিগ্ন এবং মুম্বই পুলিশ সহ সকল মুম্বইবাসীর কাছে অনুরোধ করছি—তাদের খুঁজে পেতে আমাদের সাহায্য করুন। কেউ যদি কিছু দেখে থাকেন বা শুনে থাকেন, অনুগ্রহ করে নিকটবর্তী থানায় জানিয়ে দিন।’ পোস্টে নিখোঁজ দুই নাবালিকার ছবিও রয়েছে।
এই পোস্টটি অঙ্কিতা ও তাঁর স্বামী ভিকি জৈনের তরফে যৌথভাবে করা হয়েছে। অঙ্কিতা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস, মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং অন্যান্য কর্মকর্তাদের ট্যাগ করে অনুরোধ জানিয়েছেন—যাতে প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।
উল্লেখ্য, অঙ্কিতা লোখান্ডেকে শেষ দেখা গিয়েছিল লাফটার শেফস – আনলিমিটেড এন্টারটেইনমেন্ট নামক একটি কুকিং কমেডি শো-তে, যা ২০২৫ সালের জানুয়ারিতে কালার্স টিভিতে সম্প্রচারিত হয়। শোটি বর্তমানে জিও হটস্টারেও উপলব্ধ।