বিহারে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৫ ‘কাঁওয়ার’ যাত্রীর। জখম হয়েছেন আরও ৬ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক। রবিবার মাঝরাতে এই দুর্ঘটনা ঘটেছে বিহারের ভাগলপুর জেলায়। দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
দেওঘরে শিবের মাথায় জল ঢালতে একটি ছোট গাড়ি করে রওনা হয়েছিলেন যাত্রীরা। গাড়িতে উচ্চস্বরে বাড়ছিল ডিজে। প্রচুর বৃষ্টির ফলে রাস্তার দু’পাশে জল জমেছিল। মাঝপথে হঠাৎই ওই গাড়িটি বিদ্যুতের তারের সংস্পর্শে আসে এবং সঙ্গে সঙ্গেই নিয়ন্ত্রণ হারান চালক। গাড়িটি পাশের নয়ানজুলিতে উল্টে যায়। গাড়ির নীচে চাপা পড়েন শিবভক্তরা। শেষ পর্যন্ত ঘটনাস্থল থেকে পাঁচজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ৫ জন গুরুতর জখম হয়েছেন। আহতরা সকলেই শাহকুণ্ড থানার একটি হাসপাতালে চিকিৎসাধীন।
ভাগলপুর জেলা পুলিসের তরফে জানানো হয়েছে, ঘটনার পর থেকেই ওই গাড়ির চালক নিখোঁজ। তার খোঁজ চলছে। ওই গাড়ির আহত যাত্রী পিন্টু কুমার জানিয়েছেন, বৃষ্টির কারণে গাড়িটি পিছলে গিয়ে রাস্তার একপাশে হেলে পড়ে। তাতেই গাড়িটি বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে আসে।। সঙ্গে সঙ্গেই গাড়ির সকলে বিদ্যুৎপৃষ্ট হন। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। আচমকাই গাড়িটি নয়ানজুলিতে গিয়ে পড়ে। দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য সরকার সব ধরনের সাহায্য করবে। মৃতদের পরিবারেরকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারেও চিন্তা ভাবনা করছে সরকার।
Leave a comment
Leave a comment