ম্যানচেস্টারে ভাঙা পা নিয়েই ব্যাট করতে নেমেছিলেন ঋষভ পন্থ। সেই ঘটনা এতটাই অনুপ্রেরণা জুগিয়েছে যে এ বার ওভালে ভাঙা কাঁধ নিয়েই ব্যাট করতে প্রস্তুত ক্রিস ওকস। চতুর্থ দিনের শেষে জমজমাট জায়গায় দাঁড়িয়ে রয়েছে ওভাল টেস্ট। শেষ দিনে সিরিজ জিততে ইংরেজদের প্রয়োজন মাত্র ৩৫ রান। উল্টোদিকে ভারতীয় বোলারদের নিতে হবে ৪ উইকেট।
কাঁধের চোটে প্রথম ইনিংসে ব্যাট করতে পারেননি ওকস। তাই মনে করা হচ্ছিল চতুর্থ ইনিংসেও বোধহয় ব্যাট করতে পারবেন না ইংল্যান্ডের অলরাউন্ডার। সেক্ষেত্রে আর ৩ টি উইকেট তুলে নিতে পারলেই সিরিজে সমতা ফেরাতে পারবেন শুভমন গিলরা। তবে রবিবার ইংরেজ শিবিরের থেকে জানিয়ে দেওয়া হয়, প্রয়োজন পড়লে সোমবার ব্যাট করতে প্রস্তুত ওকস।
ঠিক যেমন ম্যানচেস্টারে দেখা গিয়েছিল পন্থকে। পায়ের পাতায় মেটাটারসাল ফ্র্যাকচার নিয়েও ব্যাট করতে নামেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক। করে যান হাফ সেঞ্চুরি। একইভাবে ওভালের পঞ্চম টেস্টের পঞ্চম দিনে প্রস্তুত ওকসও। দিন শেষে ইংল্যান্ড দলের তরফে জো রুট জানান, “সবাই ওকসকে দেখছে। ও প্রস্তুত।”
জানা গিয়েছে, কাঁধের হাড় সরে গিয়েছে ওকসের। তবে রবিবার দিনের শেষ লগ্নে তাঁর একটি ছবি ভাইরাল হয়েছে। এই ছবিতে ইংল্যান্ডের সাজঘরে জার্সি পরিহিত অবস্থায় দেখা গিয়েছে ওকসকে। রুট যদিও এ কথাও জানান যে তিনি মনে করেন না ওকসের নামার প্রয়োজনীয় পড়বে। বলেন, “যেটুকু রান বাকি আছে তা তুলে ফেলার ক্ষমতা আমাদের আছে।”
এ দিকে ভারত যদি হারে তার পুরো দায়টাই গিয়ে পড়বে মহম্মদ সিরাজের ওপর। প্রথম ইনিংসে ৪ উইকেটের দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত ২ উইকেট নিলেও এক মারাত্মক ঘটনা ঘটিয়ে ফেলেছেন তিনি। ইংরেজ ব্যাটার হ্যারি ব্রুক তখন ব্যাট করছিলেন ১৯ রানে। এ সময় মিড অন বাউন্ডারিতে তাঁর ক্যাচ ধরলেও টাল সামলাতে না পেরে বল হাতে নিয়েই সীমানার বাইরে চলে যান সিরাজ।
পরে অবশ্য আকাশ দীপের বলে সেই সিরাজের হাতে ক্যাচ দিয়েই ফিরতে হয় ব্রুককে। কিন্তু ততক্ষণে ৯৮ বল খেলে তাঁর নামের পাশে ঝকঝকে ১১১। অন্যদিকে জো রুট কেরিয়ারের ৩৯ তম টেস্ট সেঞ্চুরি হাঁকিয়ে শতরানের তালিকায় কুমার সাঙ্গাকারাকে টপকে উঠে এলেন চতুর্থ স্থানে। ভারতীয় বোলারদের মধ্যে ১০৯ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ।