শেষ দিনে রুদ্ধশ্বাস লড়াইয়ের অপেক্ষায় ওভাল। বিলেতের বুকে সিরিজ ড্র রাখতে টিম ইন্ডিয়ার প্রয়োজন আর ৪ উইকেট। তবে হাতে আছে মাত্র ৩৫ রান। গিলের দল যদি শেষ পর্যন্ত এই অসাধ্য সাধন করতে পারে, তা হলে তা হবে নিঃসন্দেহে এক দুর্দান্ত কীর্তি। কারণ, রোহিত শর্মা এবং বিরাট কোহলির অবসরের পর কার্যত একটি তারুণ্যে ভরা দল নিয়ে ইংল্যান্ডের মাটিতে খেলতে নেমেছে ভারত। তবে কংগ্রেস সাংসদ শশী থারুর মনে করেন, এই দলে কোহলির থাকা অবশ্যই জরুরি ছিল।
রবিবার সমাজ মাধ্যমে কংগ্রেস সাংসদ কোনও রাখঢাক না করেই জানিয়েছেন ইংল্যান্ডের মাটিতে চলতি সিরিজে তিনি মিস করছেন কিং কোহলিকে। শুধু তাই নয়। চলতি ওভাল টেস্টেই তিনি বিরাটকে সবথেকে বেশি মিস করছেন বলে জানিয়েছেন। এক্স হ্যান্ডেলে থারুর লেখেন, “এই সিরিজে বিরাট কোহলিকে আমি বেশ কয়েকবার মিস করেছি। তবে চলতি টেস্টে ওকে আমি যতটা মিস করছি তেমনটা আগে কখনওই করিনি।”
ইংল্যান্ড সফরের দল ঘোষণার ঠিক আগেই টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ান অধিনায়ক রোহিত শর্মা। কিছুদিন যেতে না যেতেই একই পথে হেঁটে লাল বলের ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেন বিরাটও। দেশের জার্সিতে মোট ১২৩ টেস্ট খেলেছেন কোহলি। ৩০টি শতরান সহ করেছেন মোট ৯,২৩০ রান। ১০ হাজার রানের মাইলফলকের খুব কাছাকাছি পৌঁছে গিয়েও তার পিছনে ধাওয়া করেননি তিনি। তবে এ বার শশী থারুর কোহলিকে অনুরোধ জানাচ্ছেন তিনি যেন অবসর ভেঙে ফিরে আসেন।
থারুরের দাবি, বিরাটকে এখনও প্রয়োজন রয়েছে ভারতের। লেখেন, “ওর অসাধারণ ব্যাটিং দক্ষতা, ধৈর্য্য, আবেগ, মাঠের মধ্যে দলকে প্রেরণা জোগানোর ক্ষমতা, এ সব কিছুকেই অগ্রাহ্য করা যায় না। এগুলি যে কোনও মুহূর্তেই ম্যাচের রং বদলে দিতে পারে। ওকে অবসর কাটিয়ে ফিরিয়ে আনায় কি খুব দেরি হয়ে গিয়েছে?” এরপরই কোহলিকে উদ্দেশ্য করে লিখেছেন, “তোমাকে দেশের প্রয়োজন, বিরাট।” অর্থাৎ রীতিমতো কাতর আর্তিই জানাচ্ছেন শশী থারুর। এ বার তাঁর কথা বিরাট শোনেন কি না সেটাই দেখার।