অবশেষে অপারেশন মহাদেবে নিহত তিন জঙ্গির বিস্তারিত পরিচয় প্রকাশ করল এনআইএ। এক বিবৃতিতে জাতীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, নিহত তিনজনের কাছ থেকেই মিলেছে পাকিস্তানি ভোটার কার্ড। মিলেছে বায়োমেট্রিক ডেটা বোঝাই মাইক্রো এসডি চিপ। তাদের পকেটে মিলেছে পাকিস্তানে তৈরি চকোলেট। নিহতদের ভোটার কার্ড থেকে জানা গিয়েছে, তারা লাহোর এবং গুজরানওয়ালার বাসিন্দা।মাইক্রো এসডি চিপ থেকে যে সমস্ত তথ্য পাওয়া গিয়েছে তাতে স্পষ্ট হয়ে গিয়েছে যে, নিহত জঙ্গিরা পাকিস্তানেরই নাগরিক। ওই জঙ্গিরা সকলেই লস্কর-ই-তৈবার সদস্য। নিহত জঙ্গিদের সঙ্গে কাশ্মীরের কোনও সম্পর্ক নেই।
এনআইএ-র রিপোর্টে আরও দাবি করা হয়েছে, ২০২২ সালের মে মাসে গুরেজ সেক্টর দিয়ে সীমান্ত পেরিয়ে ওই তিন জঙ্গি পাকিস্তান থেকে ভারতে ঢুকেছিল। হামলার আগের দিন তারা বৈসরন থেকে কিছুটা দূরে একটি ছোট ঘরে আশ্রয় নিয়েছিল। ২২ এপ্রিল হামলার দিন সকালে তারা ট্রেক করে বৈসরনে পৌঁছয়। বৈসরনের হামলায় গুলির যে খোল মিলেছিল অপারেশন মহাদেবের পর উদ্ধার হওয়া একে ১০৩ রাইফেলের সঙ্গে সেগুলি মিলে গিয়েছে। এই ঘটনাতেই স্পষ্ট যে, ওই তিন পাক জঙ্গি ২২ এপ্রিল বৈসরনে হামলা চালিয়েছিল। তবে হামলার পর তারা পাকিস্তানে ফিরে যেতে পারেনি। দাচিগ্রামের জঙ্গল এলাকায় তারা আত্মগোপন করেছিল।
উল্লেখ্য সংসদের অপারেশন সিঁদুর নিয়ে আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, দাচিগ্রামে যে তিন জঙ্গি নিহত হয়েছে, তারা সকলেই পাকিস্তানের নাগরিক। তাদের কাছ থেকে পাক ভোটার কার্ডও মিলেছে। সংসদে মৃত তিন জঙ্গির নামও জানিয়েছিলেন শাহ।
Leave a comment
Leave a comment