“ডিভিসি-র এই বছরের বন্যা ব্যবস্থাপনার রেকর্ড বিগত বছরের নিজস্ব সমস্ত দুর্বলতা ও ব্যর্থতাকেও ছাপিয়ে গেছে।” এভাবেই দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি-কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, “এই বছর ডিভিসি বাংলাকে যে ভাবে বিপর্যস্ত করেছে, তা নজিরবিহীন। কেন্দ্রের দ্বারা পরিচালিত এই সংস্থা এখন স্পষ্টতই বাংলাবিরোধী হয়ে উঠছে। আর এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং গোটা ভারতে কেন্দ্র যে এক বিশেষ ‘ইকো-সিস্টেম’ তৈরি করছে, তারই অংশ।”
মুখ্যমন্ত্রীর কথায়,“২০২৫ সালের জুন ও জুলাই মাসে ডিভিসি জল ছেড়েছে ৫০,২৮৭ লক্ষ কিউবিক মিটার, যেখানে ২০২৪ সালে ছিল মাত্র ৪,৫৩৫ লক্ষ কিউবিক মিটার।
অর্থাৎ ১১ গুণ বৃদ্ধি গত বছরের তুলনায়। আর ২০২৩ সালের তুলনায় এটি ৩০ গুণ বেশি!” মুখ্যমন্ত্রী সরাসরি প্রশ্ন তুলেছেন,“বাংলাকে প্লাবিত করার এই প্রবণতা ভয়াবহ ও উদ্বেগজনক। আমি এর মধ্যে গভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত!” ডিভিসির জল ছাড়া নিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন এবং সরাসরি বৈঠকে বলেছেন। কিন্তু কোনওভাবেই কেন্দ্রের উদাসীনতা কমেনি। কিছুদিন আগেই ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠকে রাজ্যের প্রতিনিধি অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ডিভিসির জল ধারণের ক্ষমতা বৃদ্ধির জন্য সংস্কারের কথা বলেছিলেন। পাশাপাশি মঙ্গলবার মুখ্যমন্ত্রী ঘাটাল সহ বেশ কিছু প্লাবিত অঞ্চল পরিদর্শন করবেন বলেই নবান্ন সূত্রে খবর।
Leave a comment
Leave a comment