ইংল্যান্ডের মাটিতে ভারতীয় দল সিরিজ জিততে ব্যর্থ হলেও ব্যক্তিগত পারফরম্যান্সের অভাব ছিল না। চলতি সিরিজে রান সংগ্রাহকদের তালিকায় প্রথম চারজনের মধ্যে তিনজনই ভারতীয়। এর মধ্যে কে এল রাহুল রয়েছেন তিন নম্বরে। শুভমন গিল এবং জো রুটের ঠিক নিচেই। এ বার এই সাফল্যের নেপথ্য রেসিপি-ই এল সামনে। যা রীতিমতো চমকপ্রদ।
ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলতে আসার আগে ভারতীয় ক্রিকেটাররা মশগুল ছিলেন আইপিএলে। কিন্তু জানা গিয়েছে, বাকিদের মতো রাহুল মজে ছিলেন না ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের রঙিন দুনিয়ায়। বরং আইপিএল শেষ হতেই তিনি ঘন্টার পর ঘন্টা ধরে প্রস্তুতি পর্ব সেরেছেন শুধুমাত্র একটি লক্ষ্য মাথায় রেখেই। তা হল, ভারত-ইংল্যান্ড টেস্টে সিরিজে ভালো খেলতে হবে।
দল সিরিজ জিততে না পারলেও রাহুলের সে লক্ষ্য পূরণ হয়েছে। আর এই লক্ষ্য পূরণের আসল রেসিপি যিনি সামনে এনেছেন তাঁর নামটিও চমকপ্রদ নয়। অস্ট্রেলিয়ায় ব্যর্থতার পরই ভারতীয় দল থেকে বিতাড়িত হতে হয় গৌতম গম্ভীরের প্রাক্তন সহকারী কোচ অভিষেক নায়ারকে। সেই তিনিই ফাঁস করেছেন রাহুলের সাফল্যের এ হেন গোপন রেসিপি।
চলতি সিরিজে ১০ ইনিংসে ভারতীয় ওপেনার করেন ৫৩২ রান। দুটি সেঞ্চুরি। এই দুর্দান্ত পারফরম্যান্সের পর অভিষেক নায়ার জানান, “আইপিএলে শেষ ম্যাচ খেলার পর একটাই চিন্তা গ্রাস করেছিল রাহুলকে। তা হল, কী করে ও বিলেতের মাটিতে ভালো পারফর্ম করতে পারে। আমার এটা দেখে খুব ভাল লাগছে, যে মর্যাদা প্রাপ্য ছিল, এতদিনে সেটা পাচ্ছে রাহুল।” এরই সঙ্গে নায়ার জানিয়েছেন, তিনি জাতীয় দল থেকে ছিটকে যাওয়ায় পরও ব্যক্তিগতভাবে কাজ করে গিয়েছেন রাহুলের সঙ্গে।
কী কাজ, তা যদিও খোলাখুলি জানাতে চাননি নায়ার। বদলে তুলে ধরেছেন কে এলের অমানুষিক পরিশ্রমের কাহিনি। তিনি বলেন, “রাহুল অত্যন্ত পরিশ্রম করেছে। সেই পরিশ্রমের কাহিনি খুব কম লোকই জানে। সন্তান জন্ম নেওয়ার পর পরই আইপিএল খেলতে চলে এল। তারপর আইপিএল শেষ হতেই এক মুহূর্তও নষ্ট করেনি ও। নেমে পড়ে ইংল্যান্ড সফরের প্রস্তুতিতে। যেটা কিন্তু অনেকেই করে না। কিন্তু রাহুল এই সিরিজের গুরুত্ব বুঝতে পেরেছিল। তার ফলও সে পেয়েছে। “