সামনেই দুর্গাপুজো। আর পুজোর আমেজ মানেই বাতাসে প্রেম প্রেম গন্ধ। শোনা যাচ্ছে, এবার পুজোয় নাকি অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় থাকবেন ‘সিঙ্গল’! বুঝলেন না তো? আসলে এবার পুজোয় মুক্তি পেতে চলেছে কৌশানীর নাচের গান। আর সেই গানেরই নাম ‘সিঙ্গল লাইফ’। কেমন হবে সেই গানের গল্প?
দুর্গাপুজো স্পেশাল গান শুনলেই মনটা সেই ছোটবেলায় ফিরে যায়, তাই না? যখন পুজোর সময় নিয়ম করে বাজারে আসত নতুন গানের রেকর্ড বা ক্যাসেট। সেগুলো পুজোর গান নামেই পরিচিতি পেত। সময়ের সঙ্গে সঙ্গে অনেক নিয়ম বদলালেও পুজোয় নতুন গান শোনার আগ্রহ শ্রোতাদের মধ্যে বিশেষ কমেনি। তাই এবার পুজোতেই আসছে নতুন গান আর সঙ্গে দমদার নাচ। যেখানে দেখা মিলবে কৌশানীর। পুজো মানেই গান, আড্ডা, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি। আর সেই সঙ্গে অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় আসছেন তাঁর নতুন গান ‘সিঙ্গল লাইফ’ নিয়ে। অভিনেত্রী এই গানের প্রসঙ্গে বলেন, ‘পুজোর সবচেয়ে বড় গান হবে এই ‘সিঙ্গল লাইফ’। নাচের গানে এই বছর এই গান দর্শকদের মন কেড়ে নেবে বলে আমি আশা করছি। অনেকটা প্রস্তুতি নিয়ে পুরো টিম এই কাজটা শুরু করছি। আশা করি সকলের ভালো লাগবে।’
গানটি গেয়েছেন গায়িকা অঙ্কিতা ভট্টাচার্য, সুর দিয়েছেন কুন্তল দে। পুরোপুরি অন্য স্বাদের একটি গান উপহার পাবেন দর্শকরা। গানটির পরিচালনার দায়িত্বে রয়েছেন করণ আরিয়ান। ইতিমধ্যে গানের রেকর্ডিং শেষ হয়েছে। চলতি মাসেই ভিডিয়ো শ্যুটিং শুরু হবে এই গানের। গানটির ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে রয়েছেন পরিচালক অংশুমান প্রত্যুষ। গানটি মুক্তি পাবে ‘সান ভেঞ্চার’-এর ব্যানারে প্রযোজক সানি খান ও অনুপ সাহার প্রযোজনায়। গানের সিনেমাটোগ্রাফার হিসাবে কাজ করছেন অনিমেষ গরুই। গানটির কার্যনির্বাহী প্রযোজনাতে রয়েছেন সাহেব হালদার। কোন লুকে দেখা যাবে কৌশানীকে? নতুন গানের অপেক্ষায় আপাতত অনুরাগীরা।