প্রায় বছর ৬-এর ওপর কেটে গেছে, বলিউড থেকে খানিক দূরত্ব বজায় রেখেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তাঁকে শেষ দেখা গিয়েছিল ‘স্কাই ইজ পিঙ্ক’ ছবিতে। সেই থেকে অনুরাগীরা অপেক্ষায়, কবে ফের ভারতীয় ছবিতে দেখা যাবে পিগি চপসকে! এরই মাঝে সুখবর। এসএস রাজামৌলির সঙ্গে মহেশ বাবুর বিপরীতে একটি ছবির চুক্তি সই করেছেন বলে খবর, তবে এখনও আনুষ্ঠানিক কোনও ঘোষণা হয়নি। তবে শুধু তাই নয়, শোনা যাচ্ছে, এক হিন্দি ছবিতেও তাঁর অভিনয়ের কথা চলছে। সূত্রের খবর, প্রায় এক দশক পর ‘বাজিরাও মস্তানি’ পরিচালকের হাত ধরেই বলিউডে কামব্যাক করবেন তিনি।
সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়া একটি পুরনো পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন যেখানে ‘রাম লীলা’ ছবির ‘রাম চাহে লীলা’ গানের কথা মনে করেছেন তিনি। সেই দেখে আশায় বুক বাঁধছেন অভিনেত্রীর ফ্যানেরা। তাহলে কি বলিউডে ফিরছেন অভিনেত্রী? হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সঞ্জয় লীলা বনশালীর পরবর্তী ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ ডান্স নাম্বারে দেখা যেতে পারে অভিনেত্রীকে। যদিও এই বিষয়ে কোনও কিছুই নিশ্চিত সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং কোনও আনুষ্ঠানিক ঘোষণাও হয়নি। সঞ্জয়ের রণবীর সিং, দীপিকা পাড়ুকোন অভিনীত ‘বাজিরাও মস্তানি’তে শেষ প্রিয়াঙ্কাকে দেখা গিয়েছিল। এবার তাহলে রণবীর কাপুর ও আলিয়া ভাটের ছবিতে প্রত্যাবর্তন করবেন তিনি? বনশালীর প্রযোজনায় ‘মেরি কম’ ছবির নাম ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি।
‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে বাস্তব জীবনের দম্পতির সঙ্গে দেখা মিলবে ভিকি কৌশলেরও। এই ছবি নিয়ে উত্তেজনার পারদ যখন তুঙ্গে এবং যখন শোনা যাচ্ছে বনশালীর এই ছবি রেকর্ড গড়তে পারে হিন্দি সিনেমার ইতিহাসে, তখনই খবর ছড়াচ্ছে প্রিয়াঙ্কা চোপড়ার যোগদানের। সূত্রের খবর, হয় ছবিতে বিশেষ ক্যামিও চরিত্রে দেখা যাবে তাঁকে, অথবা হাই-এনার্জি নাচের গানে দেখা মিলবে। যেমন মাদকতা ছড়িয়েছিল ‘রাম চাহে লীলা’ গানটি, তেমনই উন্মাদনা ছড়াবে নতুন গান?
২০০৩ সালে বলিউডে পা রাখেন প্রিয়াঙ্কা চোপড়া। ‘ফ্যাশন’, ‘মেরি কম’, ‘বরফি’, ‘ডন’, ‘কামিনে’র মতো ছবিতে নজর কেড়েছেন তিনি। তবে বিয়ের পর বিদেশেরই বাসিন্দা হয়েছেন এবং হলিউডে নজর দিয়েছেন বেশি। ২০১৫ সালে আমেরিকায় পাকাপাকিভাবে থাকতে শুরু করার পর থেকে প্রিয়াঙ্কা মাত্র দুটো হিন্দি ছবিতে কাজ করেছেন।