একদিকে হুমকিও দেওয়া হল আবার বৃহৎ শক্তিকে সঙ্কট পরিস্থিতি সম্পর্কে আভাসও দিয়ে দেওয়া গেল – সোমবার এভাবেই আমেরিকাকে বিশেষ বার্তা দিল ক্রেমলিন। শুক্রবার ট্রাম্পের সাবমেরিন মোতায়েনের নির্দেশের পর এই প্রথম পরমাণু মন্তব্যে সতর্কতা অবলম্বনের হুঁশিয়ারি দিলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
কদিন ধরেই আমেরিকা ও রাশিয়া শক্তির বিচারে কে কোথায় তা নিয়ে চর্চা চলছে বিশ্বজুড়ে। কিছুদিন আগেই ইউক্রেন যুদ্ধের বিরতির জন্য রাশিয়াকে আল্টিমেটাম দিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।পাশাপাশি মৃত অর্থনীতি বা ‘ডেড ইকোনমি’র দেশ বলে কটাক্ষ করায় পাল্টা জবাব দিয়েছেন রাশিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি দিমিত্রি মেদভেদেভ। ‘ডেড হ্যান্ড’ এর হুঁশিয়ারি দিয়ে ট্রাম্পকে কড়া বার্তাও দিয়ে দেন তিনি।
মেদভেদেভের কথাকে অত্যন্ত উসকানিমূলক আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প জানান যে, ‘দিমিত্রি মেদভেদেভ, যিনি এখনও নিজেকে প্রেসিডেন্ট বলে মনে করেন, তাঁর মন্তব্যের পর আমি সঠিক স্থানে পরমাণু বোমা বহনে সক্ষম দুটি সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছি।’
তবে ট্রাম্পের পরমাণু সাবমেরিন পুনরায় মোতায়েনের নির্দেশের পর রাশিয়া সোমবার সবাইকে পারমাণবিক ইস্যুতে ‘সতর্কভাবে’ কথা বলার আহ্বান জানাল। তবে রাশিয়া বিষয়টিকে পারমাণবিক উত্তেজনা বৃদ্ধির সংকেত হিসেবে দেখছে না বলেই জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। পেসকভ জানিয়েছেন, ‘আমরা বিশ্বাস করি, সবাইকে পারমাণবিক মন্তব্য নিয়ে অত্যন্ত সতর্ক হওয়া উচিত।’