ভারতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ট্রাম্প ঘনিষ্ঠ প্রশাসনিক আধিকারিক স্ফিফেন মিলারের। তাঁর দাবি, রাশিয়া থেকে এখনও তেল কিনছে ভারত। এভাবে মস্কো থেকে তেল কিনে রাশিয়াকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অর্থ সাহায্য করেছে ভারত। মস্কো থেকে যে সব দেশ তেল কিনছে সেই সমস্ত দেশের উপরই ক্রমশ চাপ বাড়াচ্ছে আমেরিকা। রুশ তেল কেনা ঠেকাতে শুল্কের বোঝা চাপাচ্ছে হোয়াইট হাউস। ভারতের সঙ্গেও চলছে টানাপোড়েন। এরই মাঝে এবার ট্রাম্প ঘনিষ্ঠ মার্কিন প্রশাসনিক আধিকারিকের এই মন্তব্যে হইচই ছড়িয়েছে বিশ্বজুড়ে।
মার্কিন রাজনীতির অলিন্দে স্টিফেন মিলার অত্যন্ত প্রভাবশালী। ফক্স নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের পরামর্শদাতা এবং ডেপুটি চিফ অফ স্টাফ মিলার বলেছেন, ট্রাম্প মনে করেন ভারতের উচিত অবিলম্বে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করা। কারণ প্রেসিডেন্ট মনে করেন, মস্কো থেকে তেল কিনে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালাতে রাশিয়াকে পরোক্ষভাবে আর্থিকভাবে সাহায্য করে চলেছে ভারত। এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত।
মিলারের এই মন্তব্যে, প ভারত ও আমেরিকার কূটনৈতিক সম্পর্কে নতুন করে টানাপোড়েন শুরু হল বলে মনে করছে কূটনৈতিক মহল। তবে ভারত-বিরোধী মন্তব্য করলেও মিলারের দাবি, ট্রাম্পের সঙ্গে মোদির সম্পর্ক চমৎকার। আগামী দিনে, দুই নেতার সম্পর্ক আরও মজবুত হবে।
সূত্রের খবর, ট্রাম্পের হুমকির পরেও মোদি সরকার এখনই রুশ তেল কেনা বন্ধ করবে না। কারণ, এই তেল ভারতের জ্বালানি নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তুলনামূলকভাবে সস্তা।
Leave a comment
Leave a comment