ইংল্যান্ড সফরের ঠিক আগেই টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন রোহিত শর্মা। সেই ধাক্কা কাটতে না কাটতেই একই ঘোষণা আসে বিরাট কোহলির তরফেও। এরপরেও রো-কো’র অনুপস্থিতিতে বিলেতের মাটিতে অসাধ্য সাধন করেছে টিম ইন্ডিয়া। তারুণ্যে ভরা দল দিলে ইংল্যান্ড থেকে টেস্ট সিরিজ ড্র করে ফিরছেন শুভমান গিল।
ভারতের এই অসাধারণ পারফরম্যান্সের পরই সামাজিক মাধ্যমে বড় ইঙ্গিত দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান। দেশের প্রাক্তন অলরাউন্ডার অবশ্য কারও নাম করেননি। তবে তাঁর বার্তা দেখে কেউ কেউ মনে করছেন ইঙ্গিতটা রোহিত-বিরাটের দিকেই। ‘রো-কো’র অভাব সদ্য সমাপ্ত সিরিজে একবারও বুঝতে দেননি গিল-রাহুল-পন্থরা। ছোট পাঠান সে কথাই তুলে ধরেছেন বলে মনে করা হচ্ছে।
সোমবার সকালে সিরাজের ইয়র্কারে অ্যাটকিনসনের স্টাম্প ছিটকে যেতেই ওভালে ইতিহাস গড়ে ভারত। এরপরই সমাজ মাধ্যমে পাঠান লিখেছেন, “এই সিরিজ আরও একবার মনে করিয়ে দিল, ক্রিকেট কারও জন্য থেমে থাকে না।” নেটিজেনদের একাংশের আবার মত, এই বার্তাটি জশপ্রীত বুমরাহপর উদ্দেশ্যেও হতে পারে।
সদ্য সমাপ্ত সিরিজে বারবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছেন বুমরাহ্। ৫ টেস্টের মধ্যে মাত্র তিনটিতেই খেলেছেন বিশ্বের এক নম্বর বোলার। ওয়ার্কলোডের কারণে বাকি দুটি ম্যাচে বিশ্রাম দেওয়া হয় তাঁকে। যে বিষয়টির বিরোধিতায় সরব হয়েছিলেন ইরফান। এরপর বুমরাহকে ছাড়াই ওভালে জয় পেয়েছে দল। এই পরিস্থিতিতে পাঠানের ইঙ্গিতটা রো-কো নয়, বরং বুমরাহর উদ্দেশ্যে বলেই মনে করা হচ্ছে।
