অভিনেতা ধনুষ ও ম্রুণাল ঠাকুরের সাম্প্রতিক একাধিক পাবলিক উপস্থিতি নতুন প্রেমের গুঞ্জন উস্কে দিচ্ছে টিনসেল টাউনে। ১ আগস্ট ম্রুণালের জন্মদিনের পার্টিতে ধনুষের উপস্থিতি থেকেই শুরু হয় এই জল্পনা। এর আগেই, ধনুষ মুম্বই উড়ে গিয়েছিলেন ‘সন অফ সর্দার ২’-এর বিশেষ স্ক্রিনিংয়ে, যেখানে মুখ্য ভূমিকায় রয়েছেন ম্রুণাল ঠাকুর ও অজয় দেবগণ। ওইদিন ইভেন্টে ধনুষ ও ম্রুণালের ঘনিষ্ঠ কথোপকথনের একটি ভিডিও এক্স (পূর্বতন টুইটার)-এ পোস্ট হতেই ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে দেখা যায়, ধনুষ ও ম্রুণাল কিছুক্ষণ কথা বলেন, এরপর ম্রুণাল ধনুষের দিকে ঝুঁকে কিছু ব্যক্তিগতভাবে বলেন। পোস্টের ক্যাপশনেই লেখা ছিল, “ধনুষ ও ম্রুণাল ঠাকুর কি ডেট করছেন?” ভিডিও দেখেই প্রতিক্রিয়া জানাতে থাকেন নেটিজেনরা। একজন লেখেন, “নিশ্চিত নয়, তবে কিছু ইঙ্গিত আছে।” আর এক জন বলেন, “আমার মনে হয় ওরা কেবল বন্ধুই।” কেউ কেউ লেখেন, “বিশ্বাসই হচ্ছে না!”
এছাড়াও, জুলাই মাসে, লেখিকা ও প্রযোজক কণিকা ঢিলোঁ ধনুষের আসন্ন ছবি ‘তেরে ইশক মে’-এর একটি পার্টি আয়োজন করেন। সেখানে উপস্থিত ছিলেন ম্রুণাল ঠাকুরও। সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে কণিকা লেখেন, “আমাদের রাঞ্ঝনা আবার ফিরে এসেছে! ধনুষ, তোমাকে ভালবাসি।” ছবির প্রথম ফ্রেমেই ধনুষ ও ম্রুণালকে একসঙ্গে ক্যামেরার দিকে হেসে পোজ দিতে দেখা যায়।
উল্লেখ্য, এখনও পর্যন্ত ধনুষ বা ম্রুণাল কেউই তাঁদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। তবে সূত্রের খবর, সত্যিই তাঁরা সম্পর্কে রয়েছেন, যদিও প্রেমের শুরু বলে এখন আড়ালেই রাখতে চান।
ব্যক্তিগত জীবনে, ধনুষ এর আগে তারকা অভিনেতা রজনীকান্তের কন্যা ঐশ্বর্যা রজনীকান্তের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। দীর্ঘ ১৮ বছরের সম্পর্কের পর ২০২২ সালে তাঁরা আলাদা হয়ে যান। তাঁদের প্রথম দেখা হয়েছিল ধনুষের সিনেমা ‘কাধাল কন্ডেন’ (২০০৩) মুক্তির দিন।
পেশাগত ক্ষেত্রে, ধনুষ ও কৃতি স্যাননের ছবি ‘তেরে ইশক মে’ মুক্তি পাবে আগামী ২৮ নভেম্বর। অন্যদিকে, ম্রুণাল ঠাকুর ও অজয় দেবগনের ছবি ‘সন অফ সর্দার ২’ ইতিমধ্যেই ১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।