ভয়াবহ মেঘভাঙা বৃষ্টির কবলে পড়ল উত্তরাখণ্ডের উত্তরকাশী। এর জেরে হঠাৎ ভূমিধস ও বন্যার ঘটনা ঘটেছে। বর্ষার মরশুমে উত্তরাখণ্ডে প্রবল ও টানা বর্ষণ হচ্ছে। গঙ্গা সহ বিভিন্ন বড় নদী এখনো বিপদসীমার ওপরে বইছে।এনডিটিভির রিপোর্ট অনুযায়ী এই মেঘভাঙা বৃষ্টির কারণে অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে এবং আরও প্রায় ৫০ জন নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশকিছু ভয়ংকর কিছু দৃশ্য ছড়িয়ে পড়েছে ( যদিও জাজবাত বাংলা সেই ভিডিওর সত্যতা যাচাই করে নি), যেখানে দেখা যাচ্ছে প্রবল জলস্রোত পাহাড় থেকে নেমে এসে উত্তরকাশীর থারালি গ্রামে প্রবেশ করছে।বহু বাড়ি ও এলাকার সবকিছু ধ্বংস করছে। প্রত্যক্ষদর্শীদের শেয়ার করা ভিডিওতে মানুষের আতঙ্কিত চিৎকারও শোনা গেছে।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী জানিয়েছেন যে উদ্ধার কাজের জন্য এসডিআরএফ, এনডিআরএফ, জেলা প্রশাসন এবং অন্যান্য সংশ্লিষ্ট দলগুলো যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে। তিনি জানিয়েছেন, “ধারালি (উত্তরকাশী) এলাকায় মেঘভাঙা বৃষ্টির ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। আমি পরিস্থিতির উপর নজর রাখছি এবং সিনিয়র আধিকারিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। সবার নিরাপত্তার জন্য প্রার্থনা করি।”
উত্তরকাশী পুলিশ ঘটনার ছবি শেয়ার করে নাগরিকদের সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে। বলা হয়েছে যে সকলে যেন নদী থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখেন। কেউ যেন সন্তান ও পশুপাখিদের নদীর ধারে না নিয়ে যান।
Leave a comment
Leave a comment