ওভাল টেস্টে টিম ইন্ডিয়ার রুদ্ধশ্বাস জয়। শেষ দিনে সিরাজ-প্রসিদ্ধদের দুরন্ত বোলিং। ইংল্যান্ডকে ৬ রানের ব্যবধানে হারিয়ে সিরিজ ২-২ করা। সবকিছুরই প্রভাব পড়ল আইসিসির-ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে। ইংল্যান্ডকে পিছনে ফেলে লিগ টেবিলে আপাতত ৩ নম্বরে উঠে এল গিলের ভারত। আর বেন স্টোকসের ইংল্যান্ড নেমে গেল ৪ নম্বরে। টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় শীর্ষ স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে শ্রীলঙ্কা।
ভারত ও ইংল্যান্ডের তেন্ডুলকর-আন্ডারসন ট্রফির লড়ৃাই শুরু হয়েছিল ৫ টি টেস্ট ঘিরে। দুটো দলের কাছেই এটা ছিল পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সিরিজ। সিরিজে ২ দলই ২ টি করে ম্যাচ জিতেছে। ড্র হয়েছে একটি। তবে লর্ডস টেস্টে মন্থর ওভার রেটের কারণে ক্রিকেটের বিশ্ব সংস্থা আইসিসি, ইংল্যান্ডের ২ পয়েন্ট কেটে নিয়েছে। জরিমানা বাবাদ ওই ২ পয়েন্টের কারণেই ভারতের নীচে চলে গিয়েছে তারা।
ওভাল টেস্টে টিম ইন্ডিয়ার লড়াকু জয় এনেছে মূল্যবান ১২ পয়েন্ট। আপাতত ৫ টি টেস্ট খেলে ভারতের সংগ্রহ ২৮ পয়েন্ট। শতাংশের হিসেবে যা দাঁড়িয়েছে ৪৬.৬৭। অন্যদিকে ইংল্যান্ডের সংগ্রহ ২৬ পয়েন্ট । এবং শতাংশের হিসেবে ৪৩.৩৩। ওয়েস্ট ইন্ডিজকে ৩ টেস্টে হোয়াইট ওয়াশ করানোর কারণে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় শীর্ষে অস্ট্রেলিয়া। তাদের সংগ্রহ ৩৬ পয়েন্ট। শতাংশের নিরিখে যা ১০০। দ্বিতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা। তারা এ পর্যন্ত ২ টি টেস্ট খেলে ১ টি জয় এবং ১ টি ড্র-এর সুবাদে সংগ্রহ করেছে ১৬ পয়েন্ট। শতাংশের নিরিখে যা দাঁড়িয়েছে ৬৬.৬৭।
আইসিসি-র ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে আপাতত পঞ্চম এবং ষষ্ঠ স্থানে রয়েছে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি ড্র এবং একটি হারের সুবাদে পেয়েছে ৪ পয়েন্ট। শতাংশের নিরিখে ১৬.৬৭। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ ৩ টেস্টেই অস্ট্রেলিয়ার কাছে হেরে কোনও পয়েন্ট সংগ্রহ করতে পারেনি।
আইসিসি-র ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে গতবারের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা সহ নিউজিল্যান্ড এবং পাকিস্তান এখনও পর্যন্ত কোনও টেস্ট খেলেনি। আর সেই কারনেই তারা লিগ টেবিলের নিচের সারিতে।